মাধ্যমিক বিদ্যালয় কার্যালয় সহায়ক সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী পালন শিলচরে

বরাক তরঙ্গ, ১২ জুলাই : গোটা রাজ্যের সঙ্গে শিলচরেও শুক্রবার সারা অসম মাধ্যমিক বিদ্যালয় কার্যালয় সহায়ক সংস্থার ৩৯তম প্রতিষ্ঠা দিবস পালন করা হল। শুক্রবার শিলচর ডিএনএনকে বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত সংস্থার প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান সকাল সাড়ে নয়টার সময় সংস্থার পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্য কমিটির সভাপতি এসএম শিবলি মজুমদার। এতে সংস্থার সদস্যরা ছাড়াও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। কাছাড় জেলা কমিটির সভাপতি ইয়াহিয়া আহমেদ বড়ভূইয়ার পৌরোহিত্য সভার শুরুতে সংস্থার কাছাড় জেলা কমিটির সম্পাদক রিপন আক্তার চৌধুরী উদ্দেশ্য ও স্বাগত বক্তব্য রাখেন।

এদিন আমন্ত্রিত অতিথিদের মধ্যে কর্মচারী পরিষদের কাছাড় জেলা কমিটির সম্পাদক সুদীপ ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে বলেন, শিবলি মজুমদারের নেতৃত্ব সারা আসাম মাধ্যমিক বিদ্যালয় কার্যালয় সহায়ক সংস্থা বেশ ভাল কাজ করছে। তিনি বলেন, সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ের জন্য প্রত্যেকটি সংগঠনের সদস্যের ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে বিভিন্ন দাবি দাওয়া আদায় সহজ হবে। এদিন শিলচর মেডিক্যাল কলেজ কর্মচারী সংস্থার সম্পাদক ইব্রাহিম লস্কর, সারা আসাম মাধ্যমিক বিদ্যালয় কার্যালয় সহায়ক সংস্থাকে একটি সক্রিয় ও শক্তিশালী সংস্থা বলে জানান। তিনি বলেন, এ সংস্থার রাজ্য কমিটির সভাপতি এ অঞ্চলের এক য়োগ্য কর্মকর্তারা তাই সংগঠন বেশ ভাল কাজ করে যাচ্ছে। তিনি সংস্থাটির আরও উন্নতি কামনা করেন।

এছাড়া এদিনের অনুষ্ঠানে হাইস্কুল শিক্ষক সংস্থার কাছাড় জেলা কমিটির সম্পাদক আবিদুর রহমান লস্কর, কঙ্কন ভট্টাচার্য,  কাছাড় জেলা এমই শিক্ষক সংস্থার কাছাড় জেলা কমিটির সম্পাদক ও কাছাড় জেলা কর্মচারী পরিষদের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান চৌধুরী প্রমুখ তাদের বক্তব্য রাখতে গিয়ে সরকারি কর্মচারীদের স্বার্থে প্রত্যেকটি সংগঠন সদস্যরাও কর্মকর্তারা বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে এক হয় কাজ করতে বলেন। এতে ন্যায়্য দাবি দাওয়া সরকারের কাছ থেকে আদায় করা সহজ হবে বলে জানান। এদিন সারা অসম মাধ্যমিক বিদ্যালয় কার্যালয় সহায়ক সংস্থার রাজ্য কমিটির সভাপতি এসএম শিবলি মজুমদার বিগত দিনের কাজকর্মগুলো তুলে ধরেন।

মাধ্যমিক বিদ্যালয় কার্যালয় সহায়ক সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী পালন শিলচরে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাছাড়ের সহকারী আয়ুক্ত তথা কাছাড়ের স্কুল সমূহের পরিদর্শক বহ্নিকা চুতিয়া। তিনি সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান। পাশাপাশি স্কুল সমূহকে সাজিয়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি পুরাতন কর্মীদের নতুন নিযুক্তিপ্রাপ্তদের কাজ কারার ধরণটা শিখিয়ে দিতে বলেন। এতে জেলার স্কুল গুলি আরও এগিয়ে যাবে বলে জানান। এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

Author

Spread the News