বাজ পড়ে মৃত ২৫, আহত ৩৯

১২ জুলাই : উত্তরপ্রদেশের পর এবার বিহারে বাজ পড়ে ২৫ জনের মৃত্যু হল। আহত হয়েছেন আরও ৩৯ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্য জুড়ে বজ্রপাতে মৃত্যুতে শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

মৃতদের পরিবারের জন্য রাজ্য সরকারের তরফে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, এই দুর্যোগের সময় রাজ্যবাসীকে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Author

Spread the News