বাংলাদেশের বর্বরচিত ঘটনার প্রতিবাদে শিলচরে বিশাল মিছিল ফোরামের

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৩ ডিসেম্বর : সংখ্যালঘু নির্যাতন বন্ধ করা ও চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিশাল প্রতিবাদী মিছিল বের করল ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস। মঙ্গলবার শিলচর শহরে ফোরামের ব্যানারে প্রায় পাঁচ শতাধিক মানুষ বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহের বিরুদ্ধে রাস্তায় পায়ে পা মেলান। মিছিল শুরু হওয়ার আগে স্থানীয় জেলা ক্রীড়া সংস্থার ময়দানে জমায়েত হয়ে এক সভার মাধ্যমে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন বিভিন্ন বক্তা। মৌলবাদের অবসান সহ বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনিসের নোবেল পুরস্কার ছিনিয়ে নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন উদ্যোক্তারা।

এছাড়াও ভারত-বাংলাদেশ সীমান্ত সিল করার পাশাপাশি সেখানে বিদ্যুৎ প্রদান বন্ধ করা, সেদেশের যাবতীয় সামগ্রী বয়কট করা সহ সেদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করতে ভারত সরকার সহ রাষ্ট্র সংঘের হস্তক্ষেপ কামনা করেছেন আয়োজকরা। বাংলাদেশ ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে বিভিন্ন বক্তারা জানান, পাকিস্তান ও চিনের মদতপুষ্ট হয়ে বাংলাদেশ থেকে হিন্দু শূন্য করার চক্রান্ত কোনভাবেই মেনে নেবেন না তাঁরা। বক্তারা বলেন, মহম্মদ ইউনিস কট্টর মৌলবাদীদের হাতের একটি পুতুলমাত্র। সেদেশে সবধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ১৯৭১ সালের সামরিক শাসন কার্যকর করার আবেদন জানিয়েছেন তাঁরা। এতে বাংলাদেশ সরকারের উচিত শিক্ষা হবে বলেও এদিন আশা প্রকাশ করেছেন অনেকে। মিছিলে বিভিন্ন এলাকা থেকে আগত সনাতনীরা পথে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে প্রেমতলা এলাকায় পৌঁছে মিছিলের সমাপ্তি ঘটায়।

বাংলাদেশের বর্বরচিত ঘটনার প্রতিবাদে শিলচরে বিশাল মিছিল ফোরামের
বক্তব্য রাখছেন কবি-সাংবাদিক অতীন দাশ।

বক্তারা এও বলেন, স্বামী চিন্ময়কৃষ্ণ দাসকে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার করা হয়েছে। হাসিনা সরকার পতনের সেখানের ৩ কোটি সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে মহম্মদ ইউনিসের নেতৃত্বে চলা বর্তমান সরকার। বাংলাদেশ সরকারকে চরম হুঁশিয়ারি দিয়ে আগামীতে আন্দোলন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে বলেও এদিন কড়া ভাষায় জানিয়েছেন উদ্যোক্তারা। এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি-সাংবাদিক অতীন দাশ, শঙ্কর দে, সামিনুল হক বড়ভূইয়া, রূপমনন্দী পুরকায়স্থ, মণিভূষণ দাস, রিতেন ভট্টচার্য সহ বিভিন্ন মঠ-মন্দির থেকে আসা সাধু-সন্তরা।

বাংলাদেশের বর্বরচিত ঘটনার প্রতিবাদে শিলচরে বিশাল মিছিল ফোরামের
Spread the News
error: Content is protected !!