প্রাক্তন বিধায়ক কার্তিকসেনার পুরানো ভিডিও-র নিয়ে উত্তাল পাথারকান্দি

মোহাম্মদ জনি, পাথারকান্দি। 
বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : সদ্য কংগ্রেসে যোগদানকারী প্রাক্তন বিধায়ক কার্তিকসেনা সিনহার বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদের আগুন জ্বলছে পাথারকান্দিতে। শনিবারের মতো রবিবারও দিনভর বিভিন্ন স্থানে ক্ষোভে ফেটে পড়েন তপশিলি সম্প্রদায়ের মানুষ। রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে কড়িখাই গ্রাম (লোয়াইরপোয়া জিপি) ও নাচঘর (ইচাবিল জিপি)-তে দুটি পৃথক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভাগুলিতে শত শত মানুষ উপস্থিত হয়ে ক্ষোভে ফেটে পড়েন। বক্তারা বলেন যদি আমরা সত্যিই ডুম চাড়াল হই, তাহলে আমাদের ভোটেই তিনি পনেরো বছর আগে বিধায়ক হয়েছিলেন। আজ কেন সেই মানুষই আমাদের তাচ্ছিল্য করছেন এমন প্রশ্ন তুলেন অনেকে। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রাক্তন বিধায়কের মতো একজন দায়িত্বশীল ব্যক্তির মুখে এমন অপমানজনক মন্তব্য একেবারেই গ্রহণযোগ্য নয়।

Spread the News
error: Content is protected !!