প্রাক্তন গ্রন্থাগার অধিদপ্তর সঞ্চালক রুমি গোস্বামী গ্রেফতার

বরাক তরঙ্গ, ১৫ ডিসেম্বর : গ্রেফতার হলেন প্রাক্তন গ্রন্থাগার অধিদপ্তর সঞ্চালক। বুধবার রাতে পান বাজার পুলিশ প্রাক্তন গ্রন্থাগার অধিদপ্তর সঞ্চালক রুমি গোস্বামীকে গ্রেফতার করে।

গোস্বামীর বিরুদ্ধে গ্রন্থাগার অধিদপ্তরের আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর আগে রুমি গোস্বামীর স্বামী প্রণব গোস্বামীকেও গ্রেফতার করা হয়েছিল।

গোস্বামী অবসর নেওয়ার তিন দিন আগে পর্যন্ত লুটপাট চালিয়ে যান। স্ব-চেকের মাধ্যমে পাঁচটি কিস্তিতে ৪৬. ১৩ লাখ লুটপাট করেছেন।

গোস্বামী দম্পতি তেজপুরে একটি বিল্ডিং তৈরি করেছিলেন আত্মসাৎ করা তহবিল দিয়ে। গ্রন্থাগারের অবকাঠামো উন্নয়নে অর্থ বরাদ্দ করা হয়েছে।

প্রাক্তন গ্রন্থাগার অধিদপ্তর সঞ্চালক রুমি গোস্বামী গ্রেফতার

Author

Spread the News