মদ কেলেঙ্কারি মামলায় ইডির হাতে গ্রেফতার প্রাক্তন মুখ্যমন্ত্রীর তনয়

১৮ জুলাই : ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে হানা দিয়েছিল ইডি (ED)। দীর্ঘক্ষণ তল্লাশি অভিযানের পর শুক্রবার মদ কেলেঙ্কারি ও আর্থিক তছরুপের মামলায় তাঁর ছেলে চৈতন্য বাঘেলকে গ্রেফতার করল ইডি।

চৈতন্য বাঘেলের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলার তদন্তের সঙ্গে জড়িত মদ কেলেঙ্কারির মামলাতে এদিন তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। দুর্গ জেলার ভিলাই শহরে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে নতুন করে তল্লাশি অভিযান চালানো হয়। পরে চৈতন্য বাঘেলকে রাজ্যে কোটি কোটি টাকার মদ কেলেঙ্কারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, মদ কেলেঙ্কারি মামলাতে চৈতন্য বাঘেলের বিরুদ্ধে একাধিক তথ্য হাতে পেয়েছে ইডি৷ সে কারণেই এই তল্লাশি অভিযান চালানো হয়েছে।

এদিন ইডি-র অভিযানের পরই কিছু দলীয় সমর্থক প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জড়ো হন৷ যদিও বাড়ির বাইরে জোরদার নিরাপত্তা ব্যবস্থা ছিল। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

মদ কেলেঙ্কারি মামলায় ইডির হাতে গ্রেফতার প্রাক্তন মুখ্যমন্ত্রীর তনয়
Spread the News
error: Content is protected !!