প্রাথমিক শিক্ষক সম্মিলনীর শিলচর সদর খণ্ডের নয়া কমিটি গঠন

বরাক তরঙ্গ, ১১ জুলাই : প্রাথমিক শিক্ষক সম্মিলনীর শিলচর  সদর খণ্ডের ৪৫ তম দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠত হয়। বুধবার অরুণ কুমার চন্দ প্রাইমারি বিদ্যালয়ে আয়োজিত সভায় আগামী ২ বছরের জন্য নয়া কমিটি গঠন করা হয়। এই কমিটিতে সভাপতি পদে কমলেন্দু গোস্বামী ও সম্পাদক মনোনীত হন অমিত নাগ।

এ ছাড়া সহসভাপতি আব্দুল সালাম হাজারী ও রায়না বেগম, সহসম্পাদক বিজিতভূষণ দে, কোষাধ্যক্ষ মানবেন্দ্র দাস, রাজ্য সদস্য শ্যামু প্রসাদ যাদব, কার্যালয় সম্পাদক বিমলেন্দু দাস, প্রচার সম্পাদক সব্যসাচী ভট্টাচার্য ও সুরজিৎ মেধি, গ্রুপ ম্যানেজার  বিজয়িনী ভট্টাচার্য ও বদ্রুজামাল বড় ভূইয়া, হিসাব পরীক্ষক নূর চৌধুরী ও দীপজ্যোতি মালাকার সহ ১৭ জন নিয়ে কমিটি গঠন করা হয়।

এ দিনের সভায় শিলচর মহকুমা বর্তমান সভাপতি অতনু চৌধুরী ও মহকুমার কোষাধ্যক্ষ সুদীপ দে অবজারভার ছিলেন। প্রাক্তন মহকুমা সম্পাদক অলক পাল এবং প্রাক্তন রাজ্য সভাপতি সুভাষ চৌহান তা্দের উপস্থিতিতে আজকের নয়া কমিটি গঠন হয়। প্রাক্তন শিলচর ব্লক সভাপতি শিল্পি গুপ্তা ও মেহেরপুর কেন্দ্রের সম্পাদক পঞ্চম দুষাদ তাঁদের তত্বাবধানে অনুষ্ঠিত হয় সভা।

Author

Spread the News