এরিয়ান ওয়ারিওর সংগঠনের নয়া কমিটি গঠন

বরাক তরঙ্গ, ৮ এপ্রিল : আর্যপট্টির উন্নয়ন কমিটি এরিয়ান ওয়ারিওর এর ৫ম বার্ষিক সভা অনুষ্ঠিত হল। রবিবার আয়োজিত সভায় বিগত বছরের কার্যাবলীর রিপোর্ট এবং হিসাব আলোচনার মাধ্যমে গৃহীত হয়। উপস্থিত সদস্যরা আর্যপট্টির বিভিন্ন সমস্যা গুলি আলোচনা করেন। বিশেষত পানীয় জলের সমস্যা, পর্যাপ্ত জল না পাওয়া, দুর্গন্ধ ময়লা জল, নুতন ফ্ল্যাট বাড়ি নির্মাণ সমস্ত নিয়মের তোয়াক্কা না করে, নর্দমার দুরবস্থা ইত্যাদি নিয়ে বহুবার সংশ্লিষ্ট বিভাগ তথা বিধ্যকের কাছে লিখিত অভিযোগ জানানোর পরও কোনও সুরাহা হয়নি। এব্যাপারে ভবিষ্যতে প্রয়োজনে আন্দোলনের কর্মসূচি নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী দিনে সমগ্র কর্মসূচিতে আবাসিকদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানানো হয়।
সভায় ২১ সদস্যের নয়া কমিটি গঠন করা হয়। সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য, সহসভাপতি দীপন দেওয়ানজী ও মধুমিতা দাস, সাধারণ সম্পাদক পদে দয়াময় বর্ধন, সহসাধারণ সম্পাদক জয়া ভাওয়াল ও বুদ্ধদেব দাস এবং কোষাধ্যক্ষ দীপক নাথ মনোনীত হন। এছাড়া ১৪ জনের কার্যকরী কমিটি সহ মহিলাদের নিয়ে উইমেন ওয়ারিয়র কমিটি গঠন হয়।

উল্লখ্য, কোভিড মহামারীর ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় এরিয়ন ওয়ারিয়র এলাকাকে কভিড মুক্ত রাখার জন্য বলিষ্ঠ ভাবে কাজ করেছে।সেই অনুপ্রেরণায় আগামি দিনেও এলাকার উন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকার করা হয়।

Author

Spread the News