বিদ্যুৎ পর্ষদ পেনশনার্স অ্যাসোসিয়েশনের নয়া বরাক উপত্যকা জোনাল কমিটি গঠন

বরাক তরঙ্গ, ১২ ফেব্রুয়ারি : অসম বিদ্যুৎ পর্ষদের শিলচরের পানপট্টিস্থিত সাব ডিভিশন ১ প্রাঙ্গণে বিদ্যুৎ পর্ষদের বরাক উপত্যকা জোনেল  কমিটির পঞ্চম দিবার্ষিকী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। রবিবার নির্মল কুমার দাস ও সুধীর দাশগুপ্তের যৌথ পরিচালনায় সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রস্তাব গ্রহণ এবং নয়া কমিটি গঠন করা হয়। সভার শুরুতে  সংস্থার সম্পাদক তাপসরঞ্জন আয়ান সম্পাদকীয় প্রতিবেদন সহ বিগত দুই বছরের হিসেব নিকেশ তুলে ধরেন।

এরপর সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনা করেন তুতিবুর রহমান, জ্যোতিষ চৌধুরী, পুষ্পেন্দুকান্তি দত্ত প্রমুখ। দীর্ঘ আলোচনার পর কিছুটা সংযোজন ও সংশোধনী সহ প্রতিবেদনকে সর্বসম্মতি কর্মী অনুমোদন জানানো হয়। সভায় উপস্থিত করিমগঞ্জ, বদরপুর, হাইলাকান্দি ও শিলচর শাখা থেকে আগত সদস্যদের মধ্যে যথা ক্রমে তুতিবুর রহমান, অরূপকুমার মিত্র, অসিতরঞ্জন পাল ও পল্লবকান্তি চৌধুরী নিজ নিজ শাখার সংক্ষিপ্ত প্রতিবেদন সভায় তুলে ধরেন। তারপর বর্তমান সভাপতি বরাক জোনাল কমিটিকে বাতিল বলে ঘোষণা করেন এবং আগামী দুই বছরের জন্য নয়া কমিটি নির্বাচিত করার আহ্বান জানান।

বিদ্যুৎ পর্ষদ পেনশনার্স অ্যাসোসিয়েশনের নয়া বরাক উপত্যকা জোনাল কমিটি গঠন

সংস্থার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্মলকুমার দাসকে রিটার্নিং অফিসার ও সুধীর দাশগুপ্তকে সহযোগী রিটার্নিং অফিসার নিযুক্ত করে সভার দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়। বিশদ  আলোচনা করে, সর্বসম্মতিক্রমে ২০২৪-২৬ সালের বিদ্যুৎ পর্ষদ পেনশনার্স অ্যাসোসিয়েশনের বরাক উপত্যকা জোনাল কমিটি গঠন করা হয়। নয়া কমিটির সভাপতি মনোনীত হন দীপককুমার কুন্ডু ও সম্পাদক পদে তাপসরঞ্জন আয়ানকে বহাল রাখা হয়। এ ছাড়া উপসভাপতি সুধীর দাশগুপ্ত, সহ-সম্পাদক চঞ্চল ভট্টাচার্য, কোষাধ্যক্ষ চিত্রভানু ভৌমিক ও হিসাব পরীক্ষক সন্তোষ কুমার রায় মনোনীত করা হয়েছে। কার্যকরী কমিটির সদস্যরা হলেন করিমগঞ্জ শাখার তুতিবুর রহমান ও অমলকুমার দাস, বদরপুর শাখার দেবব্রত দাস ও অরূপকুমার মিত্র, হাইলাকান্দি শাখা থেকে অসিত রায় ও পৃথ্বীরাজ ঘোষ, শিলচর শাখার অঞ্জনকুমার স্বামী, সজল ভট্টাচার্য, শুভেন্দু চক্রবর্তী ও কৃষ্ণপদ দেব।

সভায় সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহীত হয় বিগত বছরগুলোর দাবি গুলোর মধ্যে যে সব গুরুত্বপূর্ণ দাবি  কার্যকরী হয়নি সেগুলো অবিলম্বে কার্যকরী করা, সম্প্রতি রাজ্য সরকার ঘোষিত “মুখ্যমন্ত্রী লোকসভা আরোগ্য যোজনা” বিদ্যুৎ পর্ষদ পেনশনার্সদের জন্য অবিলম্বে কার্যকরী করা, বিদ্যুৎ বিভাগের পেনশনার্সদের জন্য তিনশ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে প্রদান করা ও বিদ্যুৎ সংশোধনী বিল ২০২২ বাতিল করা সহ প্রিপেই স্মার্ট মিটার প্রতিস্থাপনে বিদ্যুৎ গ্রাহকদের সমস্যাগুলো সমাধান না হওয়া পর্যন্ত বন্ধ রাখা ইত্যাদি।

Author

Spread the News