আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির হাইলাকান্দি জেলা শাখা গঠন
পিএনসি, হাইলকান্দি।
বরাক তরঙ্গ, ১৪ জুন : আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির হাইলাকান্দি জেলা শাখা গঠন করা হল। শুক্রবার হাইলাকান্দি কালীবাড়ি রোডে আয়োজিত এক অনুষ্ঠানে সমিতির হাইলাকান্দি জেলা শাখা গঠন করা হয়েছে। অনুষ্ঠানে সমিতির কেন্দ্রীয় উপদেষ্টা (উত্তর পূর্বাঞ্চল) হারাণ দে উদ্দেশ্য ব্যাখ্যা করেন। তিনি বলেন, বাংলা ভাষা সংস্কৃতির সুরক্ষা ও প্রসারের ক্ষেত্রে সমিতি কাজ করে যাচ্ছে।
এ দিন অনুষ্ঠানে কবি আশুতোষ দাসকে সমিতির হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি ও গৌতম গুপ্তকে সাধারণ সম্পাদক মনোনীত করে সতের সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এছাড়া এই কমিটিতে সাংবাদিক শতানন্দা ভট্টাচার্য, কল্লোল চৌধুরী ও লিটন দেবকে সহসভাপতি মনোনিত করা হয়েছে।