কলিয়াবরে বন্দুকসহ দুইজনকে গ্রেফতার করেছে বনকর্মীরা
বরাক তরঙ্গ, ২ এপ্রিল : কলিয়াবর শাগমুঠি চা বাগানে হাতে তৈরি করা বন্দুকসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বন্যপ্রাণী চোরাচালানের অভিযোগে মঙ্গলবার কাজিরাঙা বন দফতর এই দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন যথাক্রমে শাকমুঠি চা বাগানের খেলামতি লাইনের ওহিনাথ ওরাং ও বামুনি পাথরের শামু টিমু। কাজিরঙা উদ্যানের বুড়াপাহাড় বনাঞ্চলের বনআধিকারিকের নেতৃত্বে শিবিরের বনকর্মীরা হাতেনাতে গ্রেফতার করে দু’জনকে।
দুইজনের কাছ থেকে একটি পিস্তল, গোলাবারুদ ও দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে বন বিভাগ। ধৃতদের কলিয়াবর মহকুমা বিচারিক আদালতে পেশ করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।