পাথারকান্দিতে বন বিভাগের সাঁড়াশি অভিযান, চোরাই কাঠ-পাথর-বালু সহ দু’টি বাহন বাজেয়াপ্ত

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৭ জুন : দীর্ঘ প্রশাসনিক নিষ্ক্রিয়তা ও নজরদারির অভাবে শ্রীভূমি জেলায় বনভূমি ও প্রাকৃতিক সম্পদের উপর বেআইনি দখলদারির অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠছিল। অবশেষে নড়েচড়ে বসেছে বন বিভাগ। সোমবার পাথারকান্দি ও  দোহালিয়া রেঞ্জ এবং সংলগ্ন বনাঞ্চলে অভিযান চালিয়ে প্রায় ২৫০০ ঘনফুট চোরাই কাঠ বাজেয়াপ্ত করা হয়। যার বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা। একইসঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে পাথরবোঝাই টিপার, বালুভর্তি মিনি ট্রাকসহ একাধিক যানবাহন।

অভিযান চলাকালীন বিভিন্ন চোরাকারবারি ও সম্পৃক্তদের চিহ্নিত করে শুরু হয়েছে আইনি প্রক্রিয়া। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই কাঠ, পাথর ও বালুর অবৈধ লেনদেন একটি সুসংগঠিত চক্রের মাধ্যমে চালানো হচ্ছিল। চক্রটি কাটা গাছ গোপনে মিল কাঁচে ঢুকিয়ে, কখনও ট্রলি, কখনও টেম্পো কিংবা মিনি ট্রাকের মাধ্যমে বড় নির্মাণকেন্দ্রগুলিতে পাঠাচ্ছিল।

নতুন বন সংরক্ষকের নেতৃত্বে এক সপ্তাহের মধ্যে তিনটি পৃথক অভিযানে একাধিক বেআইনি কার্যকলাপের জাল ভেঙে দেওয়া হয়। গোটা এলাকা সহ বেশ কয়েকটি কেন্দ্রে নজরদারি বাড়ানো হয়েছে।

এদিকে, একই ভাবে সোমবার সন্ধ্যা রাতে কটামণি এলাকার তেজপুরে বন বিভাগের ডিএফও-র নেতৃত্বে একদল বন কর্মীরা অভিযান চালিয়ে বৃহৎ পরিমানে কাঠা বাজেয়াপ্ত করার খবর পাওয়া গেছে।

পাথারকান্দিতে বন বিভাগের সাঁড়াশি অভিযান, চোরাই কাঠ-পাথর-বালু সহ দু'টি বাহন বাজেয়াপ্ত
Spread the News
error: Content is protected !!