দোহালিয়া রিজার্ভ এলাকায় অবৈধ ফিসারি, অভিযান বন বিভাগের
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৪ নভেম্বর : পাথারকান্দির বাদশাহী ফরেস্ট রিজার্ভ এলাকায় অবৈধ দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চাললো বনবিভাগ। নেমে বন বিভাগ বাদশাহী রিজার্ভের ভেতরে থাকা নয়টি অবৈধ ফিশারির বাঁধ কেটে জল বের করে দেন দোহালিয়ার বনকর্মীরা। জানা যায়, সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে অবৈধ ভাবে গড়ে তোলা ফিশারির বিরুদ্ধে অভিযান চালায় দোহালিয়া বন বিভাগ।
বৃহস্পতিবার দোহালিয়া ফরেস্ট রেঞ্জকর্তা প্রণব কলিতার নেতৃত্বে পুলিশ ও সিআরপিএফ বাহিনী বাদশাহী ফরেস্ট রিজার্ভ এলাকার বাজারিছড়ার চন্দ্রপুরস্থিত হামিদগেনাই, লালুগেনাই, বাট্টিটিলা এলাকায় দিনব্যাপী অভিযানে পর্যায়ক্রমে নয়টি অবৈধ ফিশারির বাঁধ কেটে দেওয়া হয়। প্রায় কুড়ি হেক্টর পরিমান বনভূমি দখরদারের কবল থেকে বেদখল মুক্ত হয়। এদিনের অভিযানে বন বিভাগের পক্ষে সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি রেঞ্জার প্রদীপ বারৈ, প্রটেকশন টিমের কর্মীরা সহ বনকর্মী দিলোয়ার হোসেন সহ অন্যান্যরা।