হাতির তাণ্ডব থেকে রক্ষা করতে ব্যর্থ বন বিভাগ, বিহুগুড়িতে অবরোধ
বরাক তরঙ্গ, ২২ নভেম্বর : বন বিভাগের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বৃহস্পতিবার রাতে তেজপুরের বিহুগুড়িতে মানুষ উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করে। মানুষের অভিযোগ, দিনের বেলায় বন বিভাগ পাথর-বালি এবং কাঠের গাড়ি থেকে ঠিকই অর্থ সংগ্রহ করে, কিন্তু হাতির বিপদ ও আতঙ্ক থেকে মানুষকে স্বস্তি দিতে পারে না।
উল্লেখ্য, গত কয়েকদিনে বন্যপ্রাণী তিনটি উপকূলীয় এলাকার মানুষের অনেক ক্ষতি করেছে। কিন্তু বন বিভাগ বন্যপ্রাণীদের নিয়ন্ত্রণ করতে পারেনি। তাই, বিক্ষুব্ধ লোকজন রাত দশটার দিকে ১৫ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে।
বন দফতরের বিরুদ্ধে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। এদিকে, বিক্ষোভ কর্মসূচির মধ্যে প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা বিক্ষোভস্থলে পৌঁছে জনগণের সমস্যা সমাধানের আশ্বাস দেন। পরে বিক্ষোভকারীরা জাতীয় সড়ক অবরোধ মুক্ত করে। বিক্ষোভের কারণে প্রায় আধা ঘণ্টা ধরে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ ছিল।