ফুলেরতলে অপরিচিত মৃতদেহ উদ্ধার

বরাক তরঙ্গ, ২২ ফেব্রুয়ারি : কাছাড় জেলার লক্ষীপুর থানা এলাকার ফুলেরতল বাইপাস সংলগ্ন ক্ষেতের মাঠে থেকে অপরিচিত মৃতদেহ উদ্ধার করলো লক্ষীপুর পুলিশ। শনিবার সকালে ফুলেরতল বাইপাস সড়ক দিয়ে আসা যাওয়া করা পথচারীরা মৃতদেহটি প্রত্যক্ষ করে লক্ষীপুর পুলিশকে খবর দেন। মৃতদেহের খবর পেয়ে লক্ষীপুর থানা থেকে ওসি মিরাজ দলে, এসআই রেহান উদ্দিন, সহ পুলিশ কর্মীরা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে ঘটনার তদন্ত আরম্ভ করেন, এপর্যন্ত মৃতদেহটি শনাক্ত করা যায়নি।

ম‍্যাজিস্ট্রেট ঋতুপর্ণা ভদ্রার উপস্থিতিতে মৃতদেহটি উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। উল্লেখ্য, প্রাথমিক তদন্তের পর ধারণা করা হচ্ছে মৃত ব‍্যক্তি ড্রাগস আসক্ত ছিল। কারণ মৃতদেহের পাশে একটি মোবাইল হ্যান্ডসেট, ইনজেকশনের সিরিঞ্জ এবং একটি ছোট্ট প্লাস্টিকের কৌটার মধ্যে সম্ভাব্য মাদক পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত মাদক সেবন করার কারণেই যুবকটির মৃত্যু হয়েছে।

ফুলেরতলে অপরিচিত মৃতদেহ উদ্ধার
Spread the News
error: Content is protected !!