ভারি বৃষ্টিতে দুর্ভোগ মুম্বইয়ে, জলমগ্ন নগর

৮ জুলাই : রাতভর বৃষ্টিতে জল থইথই রাস্তাঘাট। রবিবার রাত ১টা থেকে আজ ভোর ৭টা পর্যন্ত টানা ভারি বৃষ্টিতে দুর্ভোগ মুম্বইয়ে। সোমবার সকালে জলমগ্ন ব্যস্ত রাস্তায় ব্যাপক যানজট। ভোগান্তি পোহাচ্ছেন নিত্য যাত্রীরা। আজ সমস্ত সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করা হয়েছে। ভারি বৃষ্টিপাতের জেরে ব্যাহত ট্রেন এবং বিমান পরিষেবাও। বাতিল একাধিক ট্রেন। মুম্বইয়ে আজও ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

অন্যদিকে, গোয়ায় অতি ভারি বৃষ্টির জেরে আজ দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত স্কুল বন্ধের ঘোষণা করা হয়েছে। আজ অতি ভারি বৃষ্টির লাল সতর্কতা জারি রয়েছে গোয়ায়।
মৌসম ভবন সূত্রে খবর, আজ পশ্চিমবঙ্গ, সিকিম, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মহারাষ্ট্র এবং কর্ণাটকে ভারি বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। বিহার এবং ওড়িশাতেও ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ভারি বৃষ্টিতে দুর্ভোগ মুম্বইয়ে, জলমগ্ন নগর

১২ জুলাই পর্যন্ত দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, পঞ্জাব, জম্মু ও কাশ্মীরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
খবর : আজকাল ডট ইন।

Author

Spread the News