কাঁঠালবাগানে বন্যা ত্রাণসামগ্রী বিতরণ কেশব ও ইয়ুথ সোসাইটির

বরাক তরঙ্গ, ১১ জুন : কেশব স্মারক সংস্কৃতি সুরভী এবং প্রগ্রেসিভ ইয়ুথ সোসাইটি শিলচর এর যৌথ উদ্যোগে মঙ্গলবার আগুনটিলা কাঁঠালবাগানে বন্যা ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এখানে উল্লেখ্য যে আধুনিক শিক্ষার সঙ্গে সঙ্গে ভারতীয় মূল্যবোধের শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে সংস্থা আগে থেকেই আগুনটিিল্লাতে একটি বিনামূল্যে পাঠদান কেন্দ্র পরিচালিত করছে।

কাঁঠালবাগানে বন্যা ত্রাণসামগ্রী বিতরণ কেশব ও ইয়ুথ সোসাইটির

বন্যা পরিস্থিতিতে পাঠদান কেন্দ্র ডুবে যাওয়ার কারণে,  পাঠদান কেন্দ্রের কচিকাঁচাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। যা পরিস্থিতির উপর লক্ষ্য রেখেই সংস্থা আজ এখানে ত্রাণসামগ্রী বিতরণের ব্যবস্থা করেছিল। যার মধ্যে ছিল বিস্কুট, দুধ, ভুজিয়া, পানীয়জল, মশার ধূপকাঠি এবং জল বিশুদ্ধকরণের জন্য ব্লিচিং চুন এলামের মিশ্রন প্যাকেট একটি। দুই সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন যথাক্রমে সজল দেব, গোপাল চন্দ এবং সৌমাংশু শেখর ভট্টাচার্য। আজকের এই ত্রাণ সামগ্রী বিতরণের বিশেষ সহযোগিতায় ছিলেন সুরভী পাঠদান কেন্দ্রের স্থানীয় সভাপতি বীরবল তন্তুবাই তথা পাঠদান কেন্দ্রের সঞ্চালিকা  শ্রীমতি বাপ্পিরানি তন্তুবাই।

কাঁঠালবাগানে বন্যা ত্রাণসামগ্রী বিতরণ কেশব ও ইয়ুথ সোসাইটির
Spread the News
error: Content is protected !!