বন্যা ত্রাণ বিতরণ কর্মসূচি অব্যাহত কেশবের

বরাক তরঙ্গ, ১৩ জুন : কেশব স্মারক সংস্কৃতি সুরভী প্রতিনিয়ত বন্যা ত্রাণ বিতরণ কর্মসূচি শুক্রবার দিনে ছিল শালছাপরা অঞ্চল। বর্তমানে বন্যার বিকট পরিস্থিতি চলে গেলেও জনগণের দুর্ভোগের শেষ নেই। তারই প্রতি লক্ষ্য রেখে সংস্থা জনগণের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করে চলছে। আজকের বিতরণ সামগ্রীর মধ্যে ছিল বিস্কুট, ভুজিয়া, দুধ, পানীয়জল, মশার ধূপকাঠি, জল শুদ্ধিকরণের এলাম, ফেনাইল ইত্যাদি।

বন্যা ত্রাণ বিতরণ কর্মসূচি অব্যাহত কেশবের

স্থানীয় জনগণের জন্য আরও একবার বিশুদ্ধ পানীয়জলের ব্যবস্থা করার  অনুরোধ প্রসঙ্গে সংস্থার সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য জানান, প্রতিবছরেই এতদঞ্চলে বন্যায় কবলিত মানুষের জন্য কাজ করে  থাকে সংস্থা  এবং এই উপত্যকার একটি অগ্রণী সামাজিক সংস্থা হিসাবে ভবিষ্যতেও যেকোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে  থাকবেন বলে তিনি স্থানীয় জনগণকে আশ্বাস দিয়েছেন। আজকের এই কার্যক্রমে বিশেষ সহযোগিতায় আরো যে তিনটি সংস্থা পাশে দাঁড়িয়েছে, তাহা হলো সিনার্জি অ্যাসোসিয়েশন, লাইফলাইন ফরএভার ফাউন্ডেশন এবং প্রগ্রেসিভ ইয়ুথ অফ সোসাইটি শিলচর বলে তিনি জানান । আজকের এই কার্যক্রম সুচারুরূপে পরিচালিত করতে সাহায্য করেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্য্যকর্তা অপু দাস এবং সানি সূত্রধর সহ আরো অন্যান্যরা।

বন্যা ত্রাণ বিতরণ কর্মসূচি অব্যাহত কেশবের
Spread the News
error: Content is protected !!