মাতৃভূমি কাপ : গোলের বন্যা লোকনাথপুর এফসি-র
কে দাশ, ধলাই।
বরাক তরঙ্গ, ১৪ আগস্ট : বিশাল জয় দিয়ে মাতৃভূমি কাপে নিজেদের অভিযান শুরু করল লোকনাথপুর এফসি। এবার প্রথম রাউন্ডের খেলায় ‘ডি’ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে মাতৃভূমি কাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করল লোকনাথপুর। বৃহস্পতিবার ধলাইর বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমূখী বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিপক্ষ রাজনগর এফসি-কে গোলের বন্যায় ভাসিয়ে দিল। ৮-০ গোলের ব্যবধানে হারিয়েছে তারা।
আবহাওয়া প্রতিকূল থাকায় এদিন মাঠে ছিল উৎসাহী ফুটবলপ্রেমী দর্শকদের উপচে পড়া ভিড়। এদিন প্রথমার্ধের খেলায় ৪-০ গোলে এগিয়ে থাকে লোকনাথপুর এফসি । খেলার ৪, ২০, ২৬ ও ২৮ মিনিটে গোল করেন যথাক্রমে মরেলা, জলিয়ানা, রলুয়া ও সিড।
উজ্জীবিত লোকনাথপুর দ্বিতীয়ার্ধে আরও চারটি গোল করে। খেলার ৮ মিনিটে সিড, ১৭ ও ২৮ মিনিটে মহিম এবং ৩০ মিনিটে ডুপমন। এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন লোকনাথপুর এফসি দলের খেলোয়াড় রসিয়ামা। তাঁর হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথি সমাজসেবী বিকাশ সিং ও রুহুল আলম বড়ভূইয়া। এদিন খেলা পরিচালনা করেন প্রবীণ বর্মণ, নজরুল আলম ও জাফর বড়ভূইয়া। শুক্রবার গ্রুপ ‘ডি”-র দ্বিতীয় খেলায় টিএইচবি আর্জানপুর এফসি ও ছোট শালগঙ্গা (বি) এফসি পরষ্পরের মোকাবিলা করবে।