বন্যা কবলিত বালাধন চা-বাগানে গবাদি পশুর খাদ্য ভুষি বণ্টন

বরাক তরঙ্গ, ৩ জুন : জয়পুর রাজাবাজার পশু চিকিৎসা বিভাগের উদ্যোগে মঙ্গলবার বালাধন চা-বাগানের নাচঘর প্রাঙ্গণে গবাদি পশুদের জন্য বিশেষ খাদ্য সহায়তা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে চা-বাগান এলাকার বন্যা কবলিত গবাদি পশুদের জন্য খাওয়ার ভুষি (চাপর) বিতরণ করা হয়। প্রতি গরুর জন্য ৩ কেজি করে খায়ার চাপর সরবরাহ করা হয়েছে। গবাদি পশুদের মালিকরা স্বতঃস্ফূর্তভাবে এই সহায়তা গ্রহণ করেন এবং এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শিবিরটি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পশু চিকিৎসা বিভাগের ইনচার্জ ডাঃ নাতাশা নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন পশু চিকিৎসা বিভাগের গোপাল মিত্র  লোকমান আলি, যিনি নিজে প্লাবিত এলাকায় গিয়ে চাপর বিতরণের ব্যবস্থা করেন। তাঁর এই প্রচেষ্টার জন্য বালাধন চা-বাগানের পক্ষ থেকে তাঁকে অসংখ্য ধন্যবাদ জানানো হয়।

বন্যা কবলিত বালাধন চা-বাগানে গবাদি পশুর খাদ্য ভুষি বণ্টন

সহযোগিতা করেন রাজাবাজার বিজেপি মণ্ডল সভাপতি শভঙ্কর গোয়ালা, বালাধন চা-বাগানের বিশিষ্ট সমাজসেবী চন্দন চাষা, জিপি সদস্য জিতেন্দ্র গোয়ালা ও ৫২ নং বুথ সভাপতি কমল রী, সমাজসেবী বিশ্বজিৎ তাঁতী, টিটন শুক্লবৈদ্য, সুরজ তাঁতী ও পশু চিকিৎসা বিভাগের কর্মরত গোপাল মিত্র।

Spread the News
error: Content is protected !!