বরাক নদীতে বন্যার পদধ্বনি
বরাক তরঙ্গ, ৩০ মে : বরাক নদীতে বন্যার পদধ্বনি। বৃহস্পতিবার রাত থেকে ফুঁসছে বরাক। প্রতিনিয়ত জল বাড়ছে। শুক্রবার রাতে এক ঘণ্টায় ৩০ সেমি জলস্ফীতি বৃদ্ধি পায়। অন্নপূর্ণা ঘাটের জলস্ফীতির রিপোর্ট অনুযায়ী রাত নয়টা থেকে দশটার মধ্যে ৩০ সেন্টিমিটার জল বৃদ্ধি বরাকে। সেসময় জলস্তর ছিল ১৩.৬৫ সেন্টিমিটার।
এদিকে, সামাজিক মাধ্যমে একজনের পোস্টে দেখা যায় বরাক বিপদসীমার উপর বইছে। তবে যাচাই করা সম্ভব হয়নি। বরাকের বিপদসীমা হল ১৯.৮৩ সেন্টিমিটার।
