পাঁচ বছরের কাজের রিপোর্ট কার্ড প্রকাশ রাজদীপের

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ মার্চ : গত পাঁচ বছরে শিলচরের সাংসদ হিসেবে কি কি কাজ করেছেন, সেই কাজের রিপোর্ট কার্ড প্রকাশ করলেন সাংসদ ডাঃ রাজদীপ রায়। বৃহস্পতিবার শিলচরে কাছাড় জেলা বিজেপির সদর কার্যালয়ে জেলা সভাপতি বিমলেন্দু রায়, সাংসদ প্রতিনিধি পুলক দাস, জেলা সাধারণ সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তীকে পাশে বসিয়ে এক সাংবাদিক সম্মেলনে বিগত বছরগুলোর উন্নয়নমূলক কাজের তালিকা প্ৰকাশ করলেন শিলচরের সাংসদ ডাঃ রাজদীপ রায়।

পাঁচ বছরের কাজের রিপোর্ট কার্ড প্রকাশ রাজদীপের

সাংসদ ডাঃ রাজদীপ রায় জানান, এক নজরে সংসদে উত্থাপিত বিষয়গুলো হল -সংশোধিত নাগরিকত্ব আইন,ন্যাশনাল মেডিক্যাল কমিশন বিল ২০১৯, মহামারি রোগ (সংশোধনী) বিধেয়ক ২০২০, ন্যাশনাল ইনস্টিটিউট অব ফার্মাসিউটিক্যাল অ্যাডুকেশন অ্যান্ড রিসার্চ (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২১,পাহাড় লাইনে ভিস্তাডোম এক্সপ্রেস চালু করানো, শিলচরের সঙ্গে সমগ্র দেশের বিমান যোগাযোগ ব্যবস্থা, কলকাতা থেকে টি বোর্ডের মুখ্য কার্যালয়কে স্থানান্তর করে গুয়াহাটিতে আনার জন্য সংসদে দাবি, মেঘালয়ে দুষ্কৃতীদের নির্মম অত্যাচারে ভিটেহারা অসহায় অখাসিদের সুরক্ষার দাবিতে আমি সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তাদের নিরাপত্তা প্রদানে যথাযথ, অসম-মেঘালয় সীমাবাদ – যা এক দীর্ঘমেয়াদি জটিল সমস্যা তা সমাধানের জন্য আমি সংসদে বক্তব্য উপস্থাপন, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নির্যাতনের বিরুদ্ধে সংসদে সরব হয়ে আমি কেন্দ্র সরকারের দৃষ্টি আকর্ষণ করে সে দেশের সরকারের আশু হস্তক্ষেপের মাধ্যমে সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদানে সচেষ্ট, পাঁচগ্রামে অবস্থিত হিন্দুস্থান পেপার কর্পোরেশনের দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে মৃতপ্রায় এই প্রতিষ্ঠানের কর্মীদের বকেয়া বেতন ও প্রাপ্য টাকা মিটিয়ে দিতে আমি সংসদে জোরালো দাবি উত্থাপন করেছি।

পাঁচ বছরের কাজের রিপোর্ট কার্ড প্রকাশ রাজদীপের

অবশেষে কেন্দ্র ও রাজ্য সরকারের হস্তক্ষেপে এক্ষেত্রে এক সন্তোষজনক সমাধানে আসা সম্ভব হয়েছে। গ্রিনফিল্ড এয়ারপোর্ট, কাছাড়ের ডলুতে আমার স্বপ্নের প্রজেক্ট, গ্রিনফিল্ড এয়ারপোর্ট’ নির্মাণের জন্য কেন্দ্র সরকার থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া গেছে এবং জমি হস্তান্তর হয়ে গেছে। এফসিআই মালগুদাম : বিহারাতে ২০০০০ মেট্রিকটনের এফসিআই মালগুদাম নির্মাণের জন্য আমি দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। কাছাড়ে পাঁচটি সেতু ও রেল ওভারব্রিজ নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ, স্কুল-কলেজের উন্নয়নে অর্থ অনুমোদন সহ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজের সূচনা করেন এবং বাস্তবায়ন করেছেন বলে জানান তিনি। সঙ্গে জীবন জ্যোতি ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস-এ ৫০০ জন আয়ুষ্মান ভারত কার্ড প্রাপক রোগীর চিকিৎসা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করে রাজদীপ টেনে আনেন শিলচর সিভিল হাসপাতালের প্রসঙ্গও।

Author

Spread the News