বদরপুরে ইয়াবা সহ গ্রেফতার পাঁচ সরবরাহকারী
বরাক তরঙ্গ, ১২ ডিসেম্বর : মাদক বিরোধী অভিযানে বিরাট সাফল্য পেল শ্রীভূমি পুলিশ। পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে বুধবার কাকভোরে বদরপুর থানার এংলারবাজার এলাকায় পুলিশের জালে আটকা পড়লো রাতাবাড়ি ও পাথারকান্দি এলাকার পাঁচ মাদক সরবরাহকারী। অবৈধ মাদক ব্যবসায়ীরা মিজোরামের চম্পাই থেকে এএস ০১ এফএল ৭৩৭০ নম্বরের গাড়িতে করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে আসছে। গোপন সূত্রে খবর পেয়ে এস পি পার্থপ্রতিম দাসের নেতৃত্বে বদরপুর পুলিশ এংলারবাজার এলাকায় ফান্দ পেতে তাঁদের আটক করে গাড়িতে তল্লাশি চালায়। এতে ঐ গাড়ির পেট্রোল ট্যাঙ্কের ভেতরে গোপন চেম্বার থেকে প্রায় ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। যার বাজার মূল্য আনুমানিক ১২ কোটি টাকা বলে জানা গেছে।
ধৃতরা হলো রাতাবাড়ি থানা এলাকার মুলিয়ালা গ্রামের আব্দুল সাদিক (২৭), একই গ্রামের আমির উদ্দিন (৩৪), কচুখাউরি গ্রামের জিয়াউল হক বয়স (২৯), রাতাবাড়ি গ্রামের কমরুল হক (৪৭) ও পাথারকান্দি থানা এলাকার ময়না গ্রামের এনাম উদ্দিন (২৬)।