ইরান থেকে বিতাড়িত আফগানদের বাস দুর্ঘটনার কবলে, আগুনে মৃত্যু ১৭টি শিশুসহ ৭১ জনের

২০ আগস্ট : ভয়াবহ পথ দুর্ঘটনা আফগানিস্তানে। বাইক ও অয়েল ট্যাঙ্কারের সংঘর্ষে আগুন ধরে গেল একটি বাসে। অন্তত ৭১ জনের মৃত্যুর কথা জানা যাচ্ছে। তাঁদের মধ্যে ১৭টি শিশুও ছিল। ইরান থেকে বিতাড়িত আফগানদের একটি দল ওই বাসে কাবুলে যাচ্ছিলেন। আচমকাই ঘটে গেল এমন দুর্ঘটনা।

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় হেরাত প্রদেশের গুজারা শহরে এই দুর্ঘটনা ঘটে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ইরান থেকে কাবুলগামী ওই বাসে যাত্রী ছিলেন সবাই আফগান নাগরিক। দীর্ঘদিন ইরানে শরণার্থী হিসেবে বসবাস করার পর সরকারি নির্দেশে তারা আফগানিস্তানে ফিরছিলেন। বেপরোয়া গতি ও চালকের অসতর্কতাই এই দুর্ঘটনার প্রধান কারণ বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাইদি।

দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে সাইদি বলেন, প্রথমে দ্রুতগামী বাসটির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এর কয়েক মিনিট পর একই বাস একটি জ্বালানিবাহী ট্রাককে আঘাত করে। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই অধিকাংশ যাত্রী প্রাণ হারান। নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক, আরোহী, ট্রাকচালক ও তার সহকারী ছাড়া বাকি সবাই ছিলেন বাসযাত্রী। ভয়াবহ এই দুর্ঘটনায় মাত্র তিনজন যাত্রী বেঁচে গেছেন।

Spread the News
error: Content is protected !!