একাধিক হোটেলে পুলিশের অভিযান, বাজেয়াপ্ত নিষিদ্ধ মাংস, আটক পাঁচ

বরাক তরঙ্গ, ১ জুলাই : অসম পুলিশ রাজ্যের বিভিন্ন স্থানে নিষিদ্ধ মাংসের বিরুদ্ধে একটি ব্যাপক অভিযান শুরু করেছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে পুলিশ কোকরাঝাড়ের ফকিরাগ্রাম, জয়পুর এবং কোকারাঝার শহরে মসজিদ রোডে চারটি হোটেলে অভিযান চালিয়ে নিষিদ্ধ মাংস বাজেয়াপ্ত করেছে।

কোকরাঝাড়ের মসজিদের কাছে, পুলিশ মসজিদ রোডের চারটি হোটেলে—মুসলিম হোটেল, দাদাজি হোটেল, আলিফ হোটেল এবং আমির ভাই হোটেলে অভিযান চালিয়ে প্রায় ১০ কিলোগ্রাম নিষিদ্ধ মাংস বাজেয়াপ্ত করেছে। এই হোটেলগুলিতে নিষিদ্ধ মাংসের অবাধ বিক্রির অভিযোগ দীর্ঘদিন ধরে উঠছিল, যা কোকারাঝাড় সদর পুলিশ স্টেশন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত।

একাধিক হোটেলে পুলিশের অভিযান, বাজেয়াপ্ত নিষিদ্ধ মাংস, আটক পাঁচ

মঙ্গলবার পুলিশ চারটি হোটেলে অভিযান চালিয়ে অবৈধ মাংস বাজেয়াপ্ত করে চারজন মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এদিকে, ফকিরাগ্রামের ইসলাম হোটেল থেকে পুলিশ ১০ কিলোগ্রাম অবৈধ মাংস উদ্ধার করেছে এবং মালিককে গ্রেফতার করেছে।

Author

Spread the News