মৃত ছয়টি বানর সহ পাঁচ মিজো নাগরিক গ্রেফতার, উদ্ধার বন্দুক

বরাক তরঙ্গ, ৯ ডিসেম্বর : বানর শিকার করতে এসে হাইলাকান্দি বন বিভাগের হাতে আটক হলেন প্রতিবেশী রাজ্যের পাঁচ মিজো নাগরিক। তাদের কাছ থেকে ৬ টি বানর সহ তিনটি বন্দুক এবং ব্যবহৃত অল্টো কার আটক করেছে হাইলাকান্দি বন বিভাগ। এই ঘটনা শনিবার দিনদুপুরে ঘটেছে লালা থানাধীন লালামুখ বাগানে। এক সঙ্গে ছয়টি বানর নিধনকে কেন্দ্র করে  উত্তেজনা দেখা দেয় লালামুখ গাগলাছড়া বাগান এলাকায়।

জানা গেছে, শনিবার সকালে  প্রতিবেশী রাজ্য মিজোরাম থেকে আল্টো কার করে এসে লালামুখ বাগান এলাকায় পাঁচ জন লোক হাতে বন্দুক নিয়ে বানর শিকার করতে শুরু করেন। আধা ঘন্টার মধ্যে তাঁরা বন্দুক দিয়ে পাঁচ ছয়টি বানর মেরে ফেলে বস্তা বন্দী করতে থাকেন। তখন বিষয়টি টের পেয়ে যান এলাকার মানুষ। খবর দেওয়া হয় স্থানীয় বনকর্মী আসাব উদ্দিন লস্করকে। গোটা ঘটনা প্রত্যক্ষ করে নডে চড়ে বসেন ওই বনকর্মী। হাইলাকান্দি ডিএফও সহ সংশ্লিষ্ট বিভাগীয় কর্মীদের বিষয়টি তিনি জানান। হাইলাকান্দি ডিএফও খবর পেয়ে নড়ে চড়ে বসেন। তৎক্ষনাৎ তিনি বিভাগীয় কর্মীদের ঘটনা স্থলে ছুটে যেতে নির্দেশ দেন। হাইলাকান্দি থেকে ছুটে আসেন মাটিজুরী রেঞ্জ অফিসার এনজি মালাকার, বিলাইপুর বিট অফিসার আবুল হুসেন মাঝারভূইয়া, লালা বিট অফিস থেক চিন্ময় দাস, মণি সিংহ, প্রটেকশন অফিসার টিআই চৌধুরী সহ অনান্যরা। বনবিভাগের আধিকারিকরা ঘটনাস্থল থেকে বস্তাবন্দী ছয়টা বানর সহ শিকারের জন্য ব্যবহৃত তিনটি বন্দুক, একটি অল্টো কার (এমজেড ০১ ডি ২৪৫৫) সহ পাঁচ জন ব্যক্তি আটক করতে সমর্থ হন। ধৃত মিজো শিকারিরা বন আধিকারিকদের জানায় তাঁরা খাবার জন্য বানর শিকার করতে এসেছিল।

মৃত ছয়টি বানর সহ পাঁচ মিজো নাগরিক গ্রেফতার, উদ্ধার বন্দুক

এ দিকে, এক সঙ্গে ছয়টি বানর হত্যাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পডে বাগান এলাকায়। ক্ষুব্ধ জনতা বানর হত্যাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের সাফ কথা এমন ঘটনা বারবার পুনরাবৃত্তি ঘটছে। এদিকে এই ঘটনায় পুলিশ ছুটে যায়। তবে কোন অপ্রীতিকর ঘটনা হয়নি।

Author

Spread the News