পাঁচদিন পর বিপদসীমার নিচে বরাক, এখনও প্লাবিত বহু গ্রাম

বরাক তরঙ্গ, ২ জুন : পাঁচদিন পর বিপদসীমার নিচে এল বরাক। রবিবার বিকেল চারটায় বরাক নদীর জলস্তর ১৯.৭৪ এসে দাঁড়িয়েছে। তবে এখনও বরাকের জলে জেলার বহু এলাকা প্লাবিত রয়েছে। কাটিগড়া, লক্ষীপুর, উধারবন্দ, শিলচর এবং সোনাই রাজস্ব সার্কলের বেশ কয়েকটি গ্রাম ও নিচু এলাকা বন্যার জলে জলমগ্ন রয়েছে। সরকারি সূত্রে জানা যায়, কাছাড় জেলার মোট ১৭৪টি গ্রাম বন্যায় জলমগ্ন রয়েছে। যার মধ্যে ৭৯ টি গ্রাম কাটিগড়া রাজস্ব সার্কলের অধীনে, ৩টি গ্রাম লক্ষীপুর রাজস্ব সার্কলের, ৫৮টি গ্রাম শিলচর অধীনে, সোনাইয়ের ২৬ টি গ্রাম এবং ৮ টি গ্রাম উধারবন্দ রাজস্ব সার্কলের অধীনে রয়েছে। বন্যায় ১০৯৭৯৮ জন মানুষ এখনও প্রভাবিত রয়েছেন।

কাছাড় জেলার বিভিন্ন অংশে খোলা ১০৯টি ত্রাণ শিবিরে মোট ২২৩৬২ জন দুর্গত মানুষ বসবাস করছেন, যার মধ্যে ৮৪৫১ জন পুরুষ, ৮১৭০ জন মহিলা এবং ৫৬৩৫ জন শিশু রয়েছে৷ রবিবার কাটিগড়া ও সোনাইয়ে বন্যার জলে ডুবে দুই যুবকের মৃত্যু ঘটে। বন্যার জলে তলিয়ে গেছেন বড়খলা ডলুর এক প্রাক্তন পুলিশ কর্মী ও সোনাইয়ে এক কিশোর। এখনও উদ্ধার হয়নি। বন্যায় কাছাড়ের গোঁসাইপুরে এক প্রৌঢ়, লাবকে এক কিশোর, কাটিগড়ায় এক যুবক ও সোনাইয়ে এক শিশু সহ ছয়জনের মৃত্যুর খবর পাওয়া যায়।

Author

Spread the News