বিদ্যুতের তার থেকে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : বিদ্যুৎ পরিবাহী তারে গোলযোগ থাকায় পুড়ে ছাই হয়ে গেল একটি বসতবাড়ি। ঘর থেকে কিছুই  বের করতে পারেননি পরিবারের লোকেরা। উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর বইপত্র সহ পরীক্ষার অ্যাডমিট কার্ড যাবতীয় নথি, পরিবারের সোনার গয়না আসবাবপত্র সব পুড়ে ছারখার হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬০ লক্ষ টাকার উপর। সোমবার রাতে বিদ্যুৎ পরিবাহী তারে গোলযোগ থাকায় শিলচর এনআইটি সংলগ্ন মধুটিলা গ্রামের মদনলাল গোয়ালা সহ চার ভাইয়ের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়।  

ঘটনার খবর পেয়ে বাড়িতে গিয়ে বড়খলার প্রাক্তন বিধায়ক কিশোর নাথ ঘটনার খোঁজ নেন। তিনি বিদ্যুৎ বিভাগের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন। স্থানীয়রা জানান, বেহাল বিদ্যুতের তারের এই বেহাল অবস্থা বিভাগীয় কর্তৃপক্ষকে বারবার জানানো সত্ত্বেও কোন পদক্ষেপ করা হয়নি।

বিদ্যুতের তার থেকে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি
বিদ্যুতের তার থেকে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বসতবাড়ি
Spread the News
error: Content is protected !!