জিরিবামের মংবুং গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত

কে এ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : অগ্নিগর্ভ মণিপুরের জিরিবাম জেলায় বেশ বড়সড় সাফল্য পেল কেন্দ্রীয় পুলিশ, মণিপুর পুলিশ ও আসাম রাইফেলস্। রবিবার সেখানকার মংবুং গ্রামে যৌথভাবে একটি সফল অভিযান চালায় তিন বাহিনী। জিরিবামের এসপি-র নেতৃত্বে চলা এই অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করা হয়।
  

অভিযানে শামিল সিআরপিএফ-এর এসআই এনজি সিং-এর তরফে জিরিবাম থানার ওসিকে দেওয়া সিজার লিস্টে যেসব সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে বলে উল্লেখ রয়েছে, সেগুলো হচ্ছে একটি পয়েন্ট থ্রি টু পিস্তল, দুটো ম্যাগাজিন (পয়েন্ট থ্রি টু পিস্তল, ৭.৬৫ এমএম), কুড়ি রাউন্ড অব্যবহৃত গুলি, ১৬ টি পম্পি বোমা, ১২ বোর বন্দুকের গুলির ৫৬০ টি খালি কেস, অ্যালুমিনিয়াম বেল্ট সহ ১২ বোর বন্দুকের ১১ রাউন্ড গুলি, ১৮ রাউন্ড ৮ এমএম-এর  খালি কেস, গান পাউডার ভর্তি ক্যারিব্যাগ, ২ ফুট দীর্ঘ সেফ্টি ফিউজ, চার্জার সহ ওয়াকিটকি সেট ইত্যাদি।
   
এসব সামগ্রী জিরিবাম পুলিশকে সমজে দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন সিআরপিএফ এসআই এনজি সিং। উল্লেখ্য, শনিবার রাতেও ভারি গোলাগুলি হয়েছে মংবুং-এর মৈতেই বসতি ও কুকি বসতির মধ্যে। এ কথা ওসিকে লেখা চিঠিতেও উল্লেখ করেছেন সিআরপিএফের আধিকারিক।

জিরিবামের মংবুং গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত
জিরিবামের মংবুং গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত

Author

Spread the News