লক্ষীপুরে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার

বরাক তরঙ্গ, ২৯ জুলাই : লক্ষীপুর থানার অন্তর্গত মারকুলিন সো-মিল এলাকায় বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। সোমবার নির্ভরযোগ্য একটি সূত্রের মাধ্যমে পুলিশ জানতে পারে যে, শরিফ হোসেন (৩৬), বাবা আলা উদ্দিন মিয়া, যিনি লক্ষীপুর ওয়ার্ড নং-৬ এর বাসিন্দা। তিনি নিজের বাড়িতে বেআইনি অস্ত্র লুকিয়ে রেখেছেন এবং বরাক নদীর চতুর্দিকে কাঠ ও বাঁশ সংক্রান্ত অবৈধ কর্মকাণ্ড ও চাঁদাবাজিতে যুক্ত রয়েছেন।

এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার স্থানীয় প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানে পুলিশ একটি কালো রঙের পিস্তল, একটি ম্যাগাজিন, যার মধ্যে পাঁচ রাউন্ড জীবিত গুলি ছিল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন

উদ্ধারকৃত অস্ত্র ও বস্তুসমূহ তাৎক্ষণিকভাবে বাজেয়াপ্ত করা হয়েছে এবং অভিযুক্ত শরিফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। স্থানীয় মহলে ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Spread the News
error: Content is protected !!