শরণার্থী বহনকারী নৌকায় অগ্নিকাণ্ড, মৃত্যু ৫০ জনের

১৭ সেপ্টেম্বর : উত্তর আফ্রিকার লিবিয়ার উপকূলে একটি শরণার্থী বহনকারী নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এই নৌকায় মোট ৭৫ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এই দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

মঙ্গলবার লিবিয়ার উপকূলে এই নৌকায় আগুন লেগে হতাহতের ঘটনা ঘটে। নৌকায় থাকা মানুষেরা ইউরোপগামী অভিবাসী এবং শরণার্থী ছিলেন। আইওএম জানিয়েছে, এই ধরনের ঘটনা পূর্বে ও সম্প্রতি বারবার ঘটছে, এবং সমুদ্রপথে এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঠেকানোর জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

Spread the News
error: Content is protected !!