গোপাল দাসের উন্নত চিকিৎসার জন্য আর্থিক সাহায্য কাটিগড়া বিজেপি-র

গোপাল দাসের উন্নত চিকিৎসার জন্য আর্থিক সাহায্য কাটিগড়া বিজেপি-র

ধ্রুব চক্রবর্তী, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১৬ অক্টোবর : প্রতিবেশী যুবকের দায়ের কোপে গুরুতর জখম কাটিগড়ার কাতিরাইল জিপির ৪নং ওয়ার্ডের বাসিন্দা গোপাল দাসের উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা  করলেন কাটিগড়ার তিন মণ্ডল সভাপতি সহ বিজেপির বিশিষ্ট নেতৃবৃন্দ। বুধবার কাটিগড়া মণ্ডল বিজেপি সভাপতি বিশালাক্ষ দেব, কালাইন মণ্ডল বিজেপি সভাপতি নিত্য গোপাল দাস, পশ্চিম কাটিগড়া মণ্ডল বিজেপি সভাপতি সুব্রত চক্রবর্তী, কাটিগড়ার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, বিজেপি নেতা সুখেন্দু কর, বিপ্লবকান্তি পাল, অসিতবরণ দে, অনুপ পাল প্রমুখ কাতিরাইলে গিয়ে গোপাল দাসের শারীরিক  অবস্থা পর্যবেক্ষণ করে  তার উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি প্রেরণের জন্য অর্থ সাহায্য তুলে দেন।

উল্লেখ্য, গত রবিবার সকালে  কাটিগড়ার কাতিরাইল জিপির ৪নং ওয়ার্ডের বাসিন্দা গোপাল দাসকে  পূর্ব আক্রোশ বশত তারই প্রতিবেশী যুবক পান্তু দাস দা দিয়ে মাথায় কোপ বসিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে গুরুতর জখম গোপাল দাসকে কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে যান পরিজনরা। গোপাল দাসের জখম গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাকে শিলচর মেডিক্যাল কলেজে স্থানান্তর করেন কাটিগড়া মডেল হাসপাতালের চিকিৎসকরা। শিলচর মেডিক্যাল কলেজে যাওয়ার পর চিকিৎসকরা গোপাল দাসের জখম পর্যবেক্ষণ করে উন্নত চিকিৎসার জন্য তাকে গুয়াহাটিতে রেফার করেন। কিন্তু আর্থিক অস্বচ্ছলতার জন্য গোপাল দাসের পরিবারের লোকেরা তাকে বাড়িতে নিয়ে আসেন। এ খবর পেয়ে বুধবার কাটিগড়া বিজেপি-র তরফ থেকে গোপাল দাসকে গুয়াহাটিতে নিয়ে যাওয়ার জন্য আর্থিক সহায়তা তুলে দেওয়া হয় এবং রাজ্য সরকারের পক্ষ থেকে গোপাল দাসকে সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন বিজেপি নেতৃবৃন্দ।

Author

Spread the News