বাজেট পেশের আগে বক্তৃতা অর্থমন্ত্রী নির্মলার

১ ফেব্রুয়ারি : দ্বিতীয়বারের মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করার আগে বক্তব্য রাখলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমোন। বাজেটের আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছিলেন, “২০২২-২৩ সালে, গ্রামীণ এবং শহরে উভয় ক্ষেত্রেই প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় যে সুবিধাভোগীরা রয়েছেন, তাঁদের জন্য ৮০ লক্ষ ঘর তৈরি করে দেওয়া হবে। এর জন্য ৪৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।”
উল্লেখ্য, সামনেই উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, গোয়া এবং মণিপুরের বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে এই ঘোষণা জনমানসে কতটা প্রভাব ফেলে, সেই দিকে অবশ্যই নজর রাখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

প্রধানমন্ত্রী আবাস যোজনার ৬৬ শতাংশ বরাদ্দ বৃদ্ধি। বরাদ্দ বেড়ে হল ৭৯ হাজার কোটি টাকা। ২০১৫ সালে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প চালু করে মোদি সরকার। এই প্রকল্পের লক্ষ্য হল, স্বল্প খরচে প্রত্যেক দরিদ্রের মাথায় ছাদের ব্যবস্থা করা।

কেন্দ্রীয় সরকারের দাবি, ২০২৪ সালের মধ্যে দেশের সমস্ত দরিদ্রকে পাকা বাড়ি করে দেওয়া হবে। তাই এবারের বাজেটে এই খাতে বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনার কথা আগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা।

আবাসের পাশাপাশি ২.৪ লক্ষ কোটি টাকার বেশি বরাদ্দ করা হল রেলের জন্য। ভোটমুখী কর্নাটকে সেচ ব্যবস্থার উন্নতিতে ৫,৩০০ কোটি টাকার কেন্দ্রীয় সাহায্য ঘোষণা করলেন নির্মলা।

Author

Spread the News