লড়াকু ব্যক্তিত্ব সিরাজুর রহমান বড়ভূইয়া আর নেই

বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : সাহিত্য, সংস্কৃতি চর্চায় একজন অগ্রনী ব্যক্তি, লড়াকু ব্যক্তিত্ব কাটিগড়ার চেরাগী বাজারের বাসিন্দা সিরাজুর রহমান বড়ভূইয়া আর নেই। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে বিকেল ৩ টায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স ছিল ৫৪ বছর। তিনি কাটিগড়া সিনিয়র সেকেন্ডারি স্কুলের বড়বাবু (হেড করণিক) ছিলেন। এ দিন স্কুলের কমনরুমে নিজের টেবিলে কর্মরত অবস্থায় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। অধ্যক্ষ আক্তার হোসেন বড়ভূইয়া সহ অন্যান্য শিক্ষকরা তড়িঘড়ি করে কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক মঞ্জুরুল হক তাঁকে মৃত ঘোষণা করেন।

রেখে গেছেন স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে সহ অসংখ্য আত্মীয়স্বজন। শনিবার সকাল ১০ টায় জগদীশপুর ঈদগাহে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

প্রয়াত সিরাজুর রহমান বড়ভূইয়া প্রান্তিক এলাকায় বসবাস করেও সাহিত্য, সংস্কৃতি চর্চায় একজন অগ্রনী ব্যক্তি। অসুস্থতা নিয়েও গতকাল ২৩ জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তী উদযাপনে অংশগ্রহণ করেছেন। অন্যায়ের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। শিলচর-লামডিং ব্রডগেজ রূপায়ণের দাবিতে ২০০৯ সাল থেকে যে ধারাবাহিক আন্দোলন সংঘটিত হয় তাতে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। এছাড়াও এনআরসি’র নামে নাগরিকত্ব হরণের বিরুদ্ধে নাগরিকত্ব সুরক্ষা সংগ্রাম কমিটির আন্দোলনেও তার অশেষ ভূমিকা ছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবর্ষ উপলক্ষে আয়োজিত সাইকেল র‍্যালিতে শতাধিক ছাত্রদের কাটিগড়া থেকে শিলচর পর্যন্ত সাইকেল চালিয়ে আসতে উদ্বুদ্ধ করেছিলেন। তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হল গোটা সমাজের।

লড়াকু ব্যক্তিত্ব সিরাজুর রহমান বড়ভূইয়া আর নেই
লড়াকু ব্যক্তিত্ব সিরাজুর রহমান বড়ভূইয়া আর নেই

Author

Spread the News