সোনাই রোডে মমো দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড
বরাক তরঙ্গ, ২০ মার্চ : সোনাই রোডের মুর্শিদুল আলম চৌধুরী স্কুলের রাস্তায় থাকা একটি মমো দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বৃহস্পতিবার রাত বারোটা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়। দোকানে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে আগুনের মাত্রা আরও ছড়িয়ে পড়ে। সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অন্যত্র উড়ে গিয়ে পড়ে।
আগুনে ছারখার হয়ে যাওয়া এফআরএস মমো নামের দোকানটির মালিক শ্রীভূমির সাইদুল আলম চৌধুরী বলে জানা যায়। দোকানের এক কর্মী জানান তাঁরা পৌনে বারোটা নাগাদ দোকানটি বন্ধ করেন। আগুন কী ভাবে লেগেছে তা জানা যায়নি। খবর পেয়ে উত্তর কৃষ্ণপুর থেকে দমকল ইঞ্জিন নিয়ে পৌঁছেন বাহিনী। তাঁদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। মমো দোকানের পাশে থাকা আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
