পাকিস্তানে ভয়ঙ্কর বিস্ফোরণ
২৫ এপ্রিল : পহেলগাঁও হামলার পর পাকিস্তানেও জঙ্গি হামলা হয়েছে। এখানে বালুচিস্তানের কালাতে, রাস্তার উপর রাখা একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে একটি গাড়ি উড়ে গিয়েছে। হামলায় জমিয়ত উলেমা-ই-ইসলাম নেতা আবদুল্লা সহ ৩ জন নিহত হয়েছেন, এবং ৫ জন আহত হয়েছেন। এটি ১০ দিনের মধ্যে বেলুচিস্তানে দ্বিতীয় আক্রমণ। এর আগে, ১৫ এপ্রিল, বেলুচিস্তান কনস্টেবুলারির একটি গাড়িতে হামলায় তিন পাকিস্তানি সেনা নিহত হন, ১৫ জন আহত হন।
