ফিরা রথযাত্রার মহামিলন উৎসবে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বরাক তরঙ্গ, ১৩ জুলাই : লেংঙ্কা মারুফ সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে পশ্চিম শিলচর ফিরা রথযাত্রার মহামিলন উৎসবে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হল। ফিরা রথযাত্রায় অংশগ্রহণকারী বিভিন্ন নৃত্য দলকে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও সাজসজ্জার দিকে যেসব রথ দর্শকদের বিশেষ নজর কাড়বে তাদেরকেও তিনটি বিশেষ পুরস্কার তুলে দেন লেঙ্কা মারুপের সদস্যরা। নিয়মানুবর্তিতার ক্ষেত্রেও রয়েছে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার।

উল্লেখ্য, লেঙ্কা মারুপের দীর্ঘদিন ধরে শিলচরে সেবামূলক বিভিন্ন কাজ করে আসছে। এবং আগামী বছর ফিরা রথযাত্রার মহামিলন উৎসবের জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নেবেন বলে জানান লেংঙ্কা মারুফের সদস্যরা।

এদিন উপস্থিত ছিলেন উযাপন কমিটির সভাপতি বৃন্দাবন সিনহা, রামেদ্র সিনহা, সুরজিৎ সিনহা, বিমান সিনহা, বিমল সিনহা,শ্যামল সিনহা, শিমু সিনহা, সুনীতা সিনহা, মৃনালিনী সিনহা, কাকলি সিনহা সহ এলাকার বিশিষ্টজনেরা।

Author

Spread the News