আমেরিকায় অসমের নাম উজ্জ্বল করল ফারদিনা
বরাক তরঙ্গ, ২৩ মে : আমেরিকায় অসমের নাম উজ্জ্বল করল উম্মত ফারদিনা আদিল। বিশ্ব ব্যাঙ্ক থেকে বৃত্তি পেয়ে অসম কন্যা উম্মত ফার্দিনা আদিল নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স অব গ্লোবাল লিডারশিপে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে সুনামের সঙ্গে স্নাতক পাস করেছেন। ২২ মে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে তাকে এই ডিগ্রি প্রদান করা হয়। মেখেলা চাদরে সজ্জিত, গামোচা গলায় জড়ানো এবং হাতে ভারতীয় জাতীয় পতাকা নিয়ে মঞ্চে উঠা ফারদিনা সমাবর্তন অনুষ্ঠানে ব্যাপক প্রশংসা অর্জন করেন।
উল্লেখ্য, উম্মত ফারদিনা আদিল ২০১৩-১৪ সালে প্রথম প্রচেষ্টায় ইউপিএসসি পরীক্ষায় ৩১০তম স্থান অধিকার করেন এবং বর্তমানে দিল্লিতে কেন্দ্রীয় সরকারের আয়কর বিভাগে যুগ্ম কমিশনার হিসেবে কাজ করছেন। ফারদিনা আদিল গুয়াহাটি হাতিগাঁওয়ের বাসিন্দা অসম সরকারের একজন অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা গজনাফর আদিলের ও বিশিষ্ট সমাজকর্মী-লেখিকা মানসী আদিলের একমাত্র সন্তান। তাঁর এই সাফল্যের জন্য বিভিন্ন সংস্থা তাঁকে অভিনন্দন জানিয়েছে। এটি উল্লেখযোগ্য যে, বিশ্ব ব্যাঙ্ক থেকে এমন গবেষণার জন্য সম্পূর্ণ বৃত্তি পাওয়ার সুযোগ পৃথিবীতে খুব কম মানুষেরই হয়।
