হেরোইন-সহ গ্রেফতার মহিলা পুলিশ কনস্টেবল

৪ এপ্রিল : বুধবার ১৭.৭ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার হয়েছিলেন পঞ্জাব পুলিশের কনস্টেবল অমনদীপ কৌর। বৃহস্পতিবার তাঁকে পঞ্জাব পুলিশ থেকে বরখাস্ত করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় ছিলেন অমনদীপ কৌর। ৩০,০০০ এরও বেশি ফলোয়ার রয়েছে তাঁর। পঞ্জাব পুলিশের ডিজিপির জারি করা একটি বিবৃতি অনুযায়ী, পেশাদারিত্ব বজায় রাখা, পুলিশের প্রতীকের অননুমোদিত ব্যবহার রোধ করার লক্ষ্যে নীতিমালা অনুসারে, পঞ্জাব পুলিশ কর্মীদের সোশ্যাল মিডিয়ায় ইউনিফর্ম পরে রিল বা ভিডিও তৈরি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ।

আসলে সোশ্যাল মিডিয়ায় অমনদীপ কৌর পুলিশের ইউনিফর্ম পরে নানারকম রিল ভিডিও বানাতেন। ব্যাকগ্রাউন্ডে নানা পঞ্জাবি গান চালিয়ে পুলিশদের ব্যঙ্গ করতেন। সেগুলি ইনস্টাগ্রামে শেয়ার করতেন। তা নিয়ে পঞ্জাব পুলিশকে উপহাস করতেন নেটিজেনরা। তাঁর বানানো রিলের একটি গান ছিল, “তুমি আমাকে ভুল কাজ বন্ধ করতে বলছ, কিন্তু যখন পুলিশ নিজেই আমাদের এই ধরনের অন্যায়ের সঙ্গে জড়িত করে, তখন আমি কীভাবে থামাব।”

এদিকে, অমনদীপ কৌর তাঁর রিলে বিলাসবহুল জীবনযাত্রার প্রদর্শন করেছেন। দামি ঘড়ি, উচ্চমানের সানগ্লাস, ব্র্যান্ডেড হ্যান্ডব্যাগ এবং পোশাক প্রদর্শন করতেন। এছাড়া হেরোইন পাচার করতেন। তিনি একটি থার, একটি অডি, দুটি ইনোভা, একটি বুলেট মোটরসাইকেল, ফিরোজপুর রোডে প্রায় ২ কোটি টাকার বাংলোর মালিক। পুলিশের চাকরি করে এত সম্পত্তি করা সম্ভব নয়। এরপরেই পুলিশ তাঁর বিরুদ্ধে তদন্তে নেমে রহস্য ভেদ করেন। জানতে পারেন, পুলিশের চাকরির পাশপাশি মাদক পাচার করত সে। সেই টাকাতেই এত বিলাসিতা। তাঁর থেকে ১৮ গ্রাম হেরোইন পাওয়া গিয়েছে। পুলিশের মতে, বৃহস্পতিবার প্রকাশ্য রাস্তা থেকে ‘লাডলি ধী’ তথা অমনদীপ কৌরকে গ্রেফতার করা হয়। তাঁর কালো মাহিন্দ্রা থার থেকে হেরোইন উদ্ধার করা হয়েছে। পুলিশ দল তার গাড়ি (পিবি ০৫ একিউ ৭৭২০) ও বাজেয়াপ্ত করেছে।
খবর : এই মুহূর্তে।

হেরোইন-সহ গ্রেফতার মহিলা পুলিশ কনস্টেবল

Author

Spread the News