রুপোর মূর্তি চুরি মহিলা ফিজিওথেরাপিস্টের, গ্রেফতার
১৩ জানুয়ারি : মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে রুপোর মূর্তি চুরির অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। এই মহিলার পরিচয় শুনলে আঁতকে উঠবে যে কেউ। কেননা এই মহিলা কোন পাতি চোর নয়। শিক্ষাগত যোগ্যতায় অনেকটাই এগিয়ে ওই মহিলা। পুলিশের জেরায় স্বিকার করেছেন চুরির কথা। তিনি পেশায় একজন ফিজিওথেরাপিস্ট।
ভোপালের একটি হাসপাতাল কমপ্লেক্সে একটি মন্দিরে রয়েছে। এই মন্দির থেকেই মা লক্ষ্মীর রূপোর মূর্তি চুরি করেছিলেন ওই মহিলা। ভুপালের মিসরোদে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালের কর্মীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন যে হাসপাতাল চত্বরে অবস্থিত মন্দির থেকে দেবী লক্ষ্মীর রুপোর মূর্তি চুরি হয়েছে। যার মূল্য ৬০ হাজার টাকা। অভিযোগের ভিত্তিতে তদন্ত গোটা ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজের সাহায্যে অবশেষে পুলিশের হাতে চোর ধরা পড়ে। অবশেষে চোরের কাছ থেকে রুপোর রুপোর মূর্তিটি উদ্ধার করেছে পুলিশ।
সামাজিক মাধ্যমে সিসিটিভি ফুটেজের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় সন্দেহভোজন এক মহিলাকে দুটি বাক্স হাতে নিয়ে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছে। ওই মহিলা একটি গাড়িতে বসে সেখান থেকে বেরিয়ে যায়। পরে পুলিশ ওই গাড়ির নম্বরের সাহায্যে চোর অবধি পৌঁছোয়। পুলিশ সোজা ওই মহিলার বাড়িতে পৌঁছায়। সেখানে তাঁরা চুরি হওয়া মূর্তিটি খুঁজে পায়।
এই নিয়ে ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, পেশায় তিনি একজন ফিজিওথেরাপিস্ট। অভাবে চুরি করেন নি তিনি। উল্টে নিজের শখ মেটানোর জন্য মা লক্ষ্মীর মূর্তি চুরি করেছিলেন। বর্তমানে পুলিশ ও মহিলার কাছ থেকে দেবী লক্ষ্মীর মূর্তি উদ্ধার করেছে। পাশপাশি চুরির কাজে ব্যবহৃত গাড়িটিকেও আটক করা হয়েছে।