ফেডারেল ব্যাঙ্কের ফাউন্ডারস ডে উপলক্ষে রক্তদান

বরাক তরঙ্গ, ২১ সেপ্টেম্বর : ফেডারেল ব্যাঙ্কের ফাউন্ডারস ডে উপলক্ষে শিলচরের শিলংপট্টিস্থিত ব্রাঞ্চে ২২ জন রক্তদান করেন। শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটি এই রক্তদান শিবির আয়োজনে সহযোগিতা করে। শনিবার বেলা ১১ টায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে রক্তদান শিবিরের সূচনা করেন ফেডারেল ব্যাঙ্কের শিলংপট্টি ব্রাঞ্চের ম্যানেজার নির্ণয় মুখার্জি, বরাকভ্যালি ভলান্টিয়ারি ব্লাড ডোনারর্স ফোরাম’এর সাধারণ সম্পাদক আশু পাল, সহ-সভাপতি জয় বরদিয়া, শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির মুখ্য আহ্বায়ক কমল চক্রবর্তী, কার্যকরী কমিটির সদস্য হিল্লোল ভট্টাচার্য, খাদেজা বেগম লস্কর, ফেডারেল ব্যাঙ্কের শ্রীলেখা সেনগুপ্ত, তন্ময় তামুলি, প্রাঞ্জল শর্মা প্রমুখ।

রক্তদানের উপকারিতা সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আশু পাল এবং রক্ত দান শিবির আয়োজনের প্রয়োজনীতা নিয়ে বক্তব্য রাখেন কমল চক্রবর্তী। ফেডারেল ব্যাঙ্কের আধিকারিক, কর্মচারীদের পক্ষ থেকে দান করা রক্ত সংগ্রহ করে শিলচর সিভিল হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক। ব্লাড ব্যাঙ্কের রক্ত সংগ্রহে উপস্থিত ছিলেন ডাঃ সুব্রতকুমার নন্দী, ওয়াসিম জাবেদ চৌধুরী, সঞ্জনা রায় প্রমুখ। এই শিবিরে ব্যাঙ্কের মেনেজার নির্ণয় মুখার্জি সহ ব্যাঙ্কের অন্যান্য কর্মচারী এবং দাবি কমিটির পক্ষ থেকে খাদেজা বেগম লস্কর সহ বেশ কিছু সাধারণ মানুষ রক্তদান করেন। আজ এই রক্তদান শিবিরে জীবনের প্রথমবারের মতো রক্তদান করেন ঢাকাইপট্টির বিশ্বজিৎ মণ্ডল। তাকে দাবি কমিটির পক্ষ থেকে হিল্লোল ভট্টাচার্য সাধুবাদ জানান।

ফেডারেল ব্যাঙ্কের ফাউন্ডারস ডে উপলক্ষে রক্তদান
ফেডারেল ব্যাঙ্কের ফাউন্ডারস ডে উপলক্ষে রক্তদান

Author

Spread the News