বাবা আট বারের বিধায়ক, ছেলে পেট্রোল পাম্পে কাজ করছে

বরাক তরঙ্গ, ২৪ জুন : বাবা বিধায়ক কিন্তু ছেলে পেট্রোল পাম্পে কাজ করছেন। নিজের ইচ্ছামত পেট্রোল পাম্পে কাজ করছেন বিধায়কের ছেলে। বঙ্গাইগাঁও বিধায়ক ফণী ভূষণ চৌধুরীর ছেলে শান্তনু চৌধুরী এখন একটি পেট্রোল পাম্পে কাজ করেন৷

ফণিভূষণ চৌধুরীর ছেলে শান্তনু চৌধুরী নিজের খরচ মেটাতে নিজেকে পেট্রোল পাম্পের কর্মচারী হিসেবে নিয়োগ দিয়েছেন। শান্তনু স্নাতক ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষায় বসেছে। পরীক্ষার পর শান্তনু একটা পেট্রোল পাম্পে কাজ শুরু করে। শান্তনু তার ভবিষ্যতের পড়াশোনার খরচ যোগাতে একটি পেট্রোল পাম্পে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।

শান্তনু বিধায়ক ফণিভূষণ চৌধুরীর একমাত্র ছেলে কিন্তু শান্তনু মনে হয় বাবার মতোই সাদাসিধে জীবনযাপন করতে পছন্দ করে। পরীক্ষার পর শান্তনু একটি পেট্রোল পাম্পে কর্মচারী হিসেবে নিযুক্ত হন।

সাংবাদিককের মুখোমুখি হয়ে বলেন, “সবাই আমার বাবাকে চেনেন, তিনি বঙ্গাইগাঁও আসনের বিধায়ক। আমার বাবা আমার পড়াশোনার খরচ দিতে পারেন, তিনি আমার ভর্তির খরচ দিতে পারেন, এটা বড় কথা নয়। কিন্তু আমি চাই যে আমি আমার টাকা দিয়ে ভর্তি হতে পারি। বাবা যেন গর্ববোধ করেন”

“কাজের ব্যাপারে ছোট-বড় কিছু নেই। কাজই কাজ। আমার বাবা আমাকে সমর্থন করেছেন।

“কাজের ব্যাপারে ছোট-বড় কিছু নেই। কাজই কাজ। আমার বাবা আমাকে সমর্থন করেছেন। আমি যদি আমার নিজের খরচ মেটাতে পারি তাহলে নিশ্চয় আমার বাবা গর্বিত হবেন।

উল্লেখ্য, ফণীভূষণ আটবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন।

Author

Spread the News