পুত্রসন্তান না হওয়ায়, ৪ মাসের কন্যাকে কুপিয়ে হত্যা, গ্রেফতার বাবা

বরাক তরঙ্গ, ১৬ জুন : স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে নিজের চার মাসের কন্যাকে কুপিয়ে হত্যা করলেন তিনসুকিয়া জেলার এক ব্যক্তি। ঘটনাটি ঘটে রবিবার সকালে এবং এর কিছুক্ষণের মধ্যেই তাকে গ্রেফতার করে পুলিশ। কন্যার জন্মের পর থেকে পরিবারে অশান্তি দেখা দেয় কারণ তার স্বামী পুত্র সন্তান চেয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, বিনোদ কর্মকার নামের ওই ব্যক্তি বহুদিন ধরেই তার স্ত্রীর উপর অত্যাচার করছিল এবং আত্মরক্ষার খাতিরে স্ত্রী বাড়ি থেকে পালিয়ে এক আত্মীয়ের ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। রবিবার সকালে বিনোদ তার স্ত্রীর ঠিকানা জানতে পারে এবং সেখানে গিয়ে উপস্থিত হয়। স্বামী-স্ত্রীর মধ্যে বাঁধে তুমুল ঝগড়া এবং একসময় পকেট থেকে ধারালো অস্ত্র বের করে শিশু কন্যার উপর কয়েকটি কোপ মারে বিনোদ। রক্তাক্ত অবস্থায় নিজের কন্যাকে ফেলে সে পালিয়ে যায়। পরিবারের লোকেরা তড়িঘড়ি আহত শিশুকে হাসপাতালে নিয়ে যান তবে ডাক্তাররা জানান সে আর বেঁচে নেই।

বিনোদের স্ত্রী বলেন, ‘আমি সন্তানসম্ভবা হওয়ার পর থেকেই আমার স্বামী বলছিলেন তিনি পুত্র সন্তান চান। এক সময় ভ্রূণের লিঙ্গ পরীক্ষা করতে চেয়েছিলেন তিনি, তবে আমি এতে রাজি হইনি। চার মাস আগে যখন আমার কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়, আমার স্বামী রেগে যান এবং এরপর থেকেই শুরু হয় অশান্তি। এক সময় সন্তানকে মেরে ফেরার হুমকি দেন তিনি তাই আমার মেয়েকে কোলে নিয়ে বাড়ি থেকে পালিয়ে আসি। বহুবার আমার ঠিকানা জানতে চেয়েছিল সে কিন্তু আমি জানাইনি। তবে রবিবার সকালে সে আমাকে খুঁজে পায় এবং কন্যা সন্তানকে হত্যা করে।’

পুলিশের তরফে বলা হয়েছে, তারা হত্যার মামলায় বিনোদকে গ্রেফতার করেছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Author

Spread the News