ভেঙে পড়া কলাগাছ কাটতে গিয়ে মৃত্যু বাবা-ছেলের

২৭ মে : রেমাল জেরে ভেঙে পড়া কলাগাছ কাটতে গিয়ে মৃত্যু হল বাবা-ছেলের। কলাগাছের গায়ে বিদ্যুতের তার পেঁচিয়ে ছিল। গাছ কাটতে গিয়ে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন বাবা। তাঁকে বাঁচাতে গিয়ে মৃত্যু হয় ছেলেরও। এই মর্মান্তিক ঘটনাটি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মেমারির। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলাগাছের গায়ে তার পেঁচিয়ে থাকার বিষয়টি বুঝতে পারেননি ওই ব্যক্তি। গাছ কাটার জন্য সেটি ছোঁয়ামাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। চোখের সামনে বাবাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে এগিয়ে যান ছেলে। সেই সময় ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। মেমারির কলানবগ্রাম এলাকার এই ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী। মৃতেরা হলেন, ফড়ে সিংহ ও তার পুত্র তরুণ সিংহ।

রেমালের দাপটে সুন্দরবনের মৌসুনি দ্বীপের মৃত্যুও ঘটনা ঘটেছে। সোমবার সকালে গাছ ভেঙে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। মৃতের নাম রেণুকা মণ্ডল (৮০)। এদিন সকালের খাবার খাওয়ার সময় তাঁর বাড়ির অ্যাসবেসটসের চালের উপর একটি ডাল ভেঙে পড়ে। তাতে চাল ভেঙে যায়। চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান বৃদ্ধা। এই মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা।

Author

Spread the News