সাংসদ পরিমলকেও স্মারকপত্র প্রদান কৃষক সভার 

বরাক তরঙ্গ, ১৯ জুলাই : সারা দেশের সঙ্গে সংহতি রেখে শিলচর লোকসভা সাংসদকেও স্মারকপত্র প্রদান করে সারা ভারত কৃষক সভা। শুক্রবার শিলচর লোকসভার সাংসদ পরিমল শুক্লবৈদ্যের হাতে স্মারকপত্র তুলে দেয় সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটি। সমগ্র দেশের কৃষকদের জ্বলন্ত সমস্যাবলী নিয়ে দাবিগুলি লোকসভা অধিবেশনে উত্থাপিত করার জন্য নবনির্বাচিত সাংসদদের স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত নেয় সংযুক্ত কিষান মোর্চা। ঐতিহাসিক কৃষক আন্দোলনের ফলে কেন্দ্রীয় সরকার কৃষকদের দাবি পূরণে প্রতিশ্রুতি দিয়েছিলো। কিন্তু আজ পর্যন্ত এই প্রতিশ্রুতি পুরন করেনি সরকার।  সংযুক্ত কিষান মোর্চা সমগ্র দেশে আন্দোলন সংগঠিত করার পরিকল্পনা গ্রহণ করেছে। এরই অঙ্গ হিসাবে সাংসদদের স্মারকপত্র প্রদান করা।

স্মারকপত্রে দাবিগুলি হচ্ছে কৃষকদের উৎপাদিত ফসলের নূন্যতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টি প্রদান,কৃষকদের ঋণ মুকুব করা, বিদ্যুৎ বিভাগকে ব্যক্তিগতকরন বন্ধ করা ও প্রিপেইড স্মার্ট মিটার ব্যবস্থা প্রত্যাহার করা, সার বীজ কীটনাশক ওষুধ এর উপর থেকে জিএসটি প্রত্যাহার করা, কৃষি ব্যাবস্থাকে কর্পোরেটদের হাতে তুলে দেওয়া চলবে না। কৃষকদের পেনশনের ব্যবস্থা করা ইত্যাদি দশ দফা দাবি রয়েছে। ওই দাবিগুলি নিয়ে  সাংসদরা যাতে সংসদে সরব হন এই আবেদন জানাচ্ছে সংযুক্ত কিষান মোর্চা। সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটি পরিমল শুক্লবৈদ্যের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে স্মারকপত্র তুলে দিয়ে কাছাড়ের কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করে, ওই সমস্যাবলী নিয়ে লোকসভা অধিবেশনে উত্থাপন করার জন্য আবেদন জানান প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব, সহসম্পাদক তথা বিশিষ্ট আইনজীবী আনসারুল হক, অরূপ চক্রবর্তী, জেলা সদস্য হরলাল বৈষ্ণব প্রমুখ।

Author

Spread the News