চান্নিঘাট আনোয়ারপার এলপি স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

বরাক তরঙ্গ, ১ এপ্রিল : নরসিংহপুর শিক্ষা খণ্ডের অধীন চান্নিঘাট জিপির আনোয়ারপার এলপি স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক রনধীর কুমার দাসকে এক বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। ফ্রেঞ্চনগরের বাসিন্দা রনধীরকুমার দাস ১৯৮০ সালে এই স্কুল প্রতিষ্ঠা করেন এবং দীর্ঘ ৪৫ বছর শিক্ষকতা করার পর ২০২৫ সালের মার্চ মাসে সুনামের সাথে চাকরি থেকে অবসর গ্রহণ করেন।

মঙ্গলবার বিদ্যালয়ের অপর প্রতিষ্ঠাতা শিক্ষক মনোজকুমার রায়ের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই বিদায় অনুষ্ঠানের সূচনা হয়। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা বিদায়ী শিক্ষক রনধীরকুমার দাসের হাতে মানপত্র, শাল, পুষ্পস্তবক, গামছা ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।

চান্নিঘাট আনোয়ারপার এলপি স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

বিদায়ী শিক্ষক রনধীরকুমার দাস স্কুল প্রতিষ্ঠার শুরু থেকে কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করে এক আবেগপূর্ণ বক্তব্য রাখেন। প্রত্যন্ত অঞ্চলে একটি ভেঞ্চার স্কুল প্রতিষ্ঠা করে বহু প্রতিকূলতার মাঝেও ছাত্রছাত্রীদের শিক্ষাদানের মাধ্যমে এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ায় সকল বক্তাই তাঁর অকুণ্ঠ প্রশংসা করেন। অনুষ্ঠানে উপস্থিত সকলে তাঁর অবসরকালীন সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করেন।

চান্নিঘাট আনোয়ারপার এলপি স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আসিক উদ্দিন লস্কর, বর্তমান প্রধান শিক্ষক ধনেন্দ্র দাস, প্রাক্তন এসএমসি সভাপতি নাজির উদ্দিন লস্কর, সংবাদকর্মী আমির হোসেন লস্কর, মজিবুর রহমান লস্কর প্রমুখ। বক্তারা রনধীর কুমার দাসের কর্মনিষ্ঠা ও স্কুলের প্রতি তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

Spread the News
error: Content is protected !!