বেহাল কালাইন-শিলচর সড়ক, গর্তের জল সেচে অভিনব প্রতিবাদ ফরিদার

বালিঘাটে দুই ঘণ্টা বিক্ষোভ কংগ্রেসের____

ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ১৮ সেপ্টেম্বর : বেহাল কালাইন-শিলচর সড়কের সংস্কারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করল কংগ্রেস। বৃহস্পতিবার শহরতলি বালিঘাটে জেলা পরিষদ সদস্যা ফরিদা পারভিন লস্করের নেতৃত্বে বেহাল সড়কের উপর দাঁড়িয়ে প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস কর্মকর্তারা। পুকুর সম গর্তে জল সেচে অভিনব প্রতিবাদ জানান ফরিদা পারভিন।

বেহাল কালাইন-শিলচর সড়ক, গর্তের জল সেচে অভিনব প্রতিবাদ ফরিদার

এদিন বিক্ষোভকারীরা “বিজেপি সরকার হায় হায়, পূর্ত বিভাগ হায় হায়, পূর্তমন্ত্রী হায় হায়, এনএইচডিসিএল মুর্দাবাদ” বিভিন্ন স্লোগানে আকাশ-বাতাস মুখরিত করে তুলেন। গর্তে ধানের চারা রোপণ, জল সেচ ও টুকরি দিয়ে মাটি  ফেলে প্রতিবাদ জানিয়েছেন। খবর পেয়ে ছুটে আসেন দলবল নিয়ে অরুণাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জিত গগৈ। যানবাহন চলাচল  নিশ্চিত করতে দেখা গেছে।

বেহাল কালাইন-শিলচর সড়ক, গর্তের জল সেচে অভিনব প্রতিবাদ ফরিদার

শীঘ্রই সড়ক মেরামত করা না হলে, বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলার হুমকি দেন প্রতিবাদী জনতা। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে কালাইন-শিলচর সড়ক।বারবার গুরুত্বপূর্ণ এই বেহাল সড়ক সংস্কারের দাবি জানানো হলেও সংস্কারে কোন হেলদোল নেই বিভাগের। হারাং সেতু ভেঙে পড়ার পর সেতু পরিদর্শনে এসে বরাকের দুই মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল যদিও বলেছিলেন শিলচর-কালাইন সড়ক সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে এনএইচ আইডিসিএল, কিন্তু বাস্তবে তার কোন চিহ্ন নেই। অথচ, দিন দিন সড়কটি চরম বেহাল আকার ধারণ করছে। রাস্তায় পুকুরসম গর্তে, আর জল কাদায় থৈ থৈ পরিস্থিতি। ফলে এ সড়ক দিয়ে যানবাহন চলাচল কঠিন পরিস্থিতির মুখে দাড়িয়েছে।

বেহাল কালাইন-শিলচর সড়ক, গর্তের জল সেচে অভিনব প্রতিবাদ ফরিদার

এমনকি, পুজোর প্রাক্কালেও সেই সড়ক সংস্কারে নেই কোন পদক্ষেপ। এতে, সড়ক নিয়ে জনমনে আছড়ে পড়েছে ক্ষোভ। আর দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে বৃহস্পতিবার। প্রায় দুই ঘণ্টা বিক্ষোভ প্রদর্শনের পর সার্কল ম্যাজিস্ট্রেট  ইফতেখার হোসেন পৌঁছে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। তাঁর হাতে একটি স্মারকপত্র তুলে দিয়ে বিক্ষোভকারীরা জানিয়ে দিয়েছেন চব্বিশ ঘণ্টার মধ্যে সড়ক সংস্কারে হাত না পড়লে অবরোধে নামতে বাধ্য হবেন তাঁরা।

বেহাল কালাইন-শিলচর সড়ক, গর্তের জল সেচে অভিনব প্রতিবাদ ফরিদার

সড়কটি বড়খলা, কাটিগড়া ও শিলচর তিনটি বিধানসভা জুড়ে থাকলেও, সড়কের বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে বড়খলা ও কাটিগড়ায়। তবে এ দিনের বিক্ষোভে চোখে পড়েনি দলের দুই বিধায়ককে। এনিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঁকি মারছে। এ দিনের প্রতিবাদ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে ছিলেন শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন জিপি সভাপতি নুর আহমদ বডভূইয়া, প্রাক্তন দক্ষিণ বড়খলা জেলা পরিষদ সদস্য নাহারুল ইসলাম লস্কর, প্রাক্তন নিজজয়নগর- কুমারপাড়া মণ্ডল কংগ্রেস সভাপতি মুহিবুর রহমান লস্কর, ভাঙ্গারপার জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সফিকুল ইসলাম প্রমুখ।


 

Spread the News
error: Content is protected !!