বেঙ্গালুরুতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বড়খলার যুবকের, মরদেহ বাড়িতে আনতে সাহায্যের আর্জি পরিবারের 

ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ৮ মে : পেটের তাগিদে বহির্রাজ্যে গিয়ে আর মা, বাবা, পত্নি সহ সন্তানদের মুখ দেখা হল না কাছাড়ের বড়খলার চান্দপুর দ্বিতীয় খণ্ডের কান্দিগ্ৰামের বাসিন্দা পাপ্পু দাসের। জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে বেঙ্গালুরুতে একটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তার। এই ঘটনার খবর পাওয়া মাত্রই পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন।

উল্লেখ্য, চন্দ্র দাসের পুত্র পাপ্পু দাস পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল। তার আকস্মিক মৃত্যুতে গোটা পরিবার অসহায় হয়ে পড়েছে। বাবা পত্নি সহ দুই শিশু কন্যা রয়েছে তার। বর্তমানে গোটা পরিবারের লোকজন অসহায় হয়ে পড়েছেন।

বেঙ্গালুরুতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বড়খলার যুবকের, মরদেহ বাড়িতে আনতে সাহায্যের আর্জি পরিবারের 

এদিকে, পাপ্পু দাসের মরদেহ বাড়িতে আনতে অনেক টাকার প্রয়োজন। বৃদ্ধ বাবা একপ্রকার নিরুপায় হয়ে আছেন, যে ছেলেটি পরিবারের মুখে অন্য জোগাতে বহিরাজ্যে গিয়েছিল, মাঝপথেই  সব স্বপ্ন ব্যস্ত হয়ে গেল। দুই শিশু ও পত্নিকে নিয়ে বিপাকে পাপ্পু দাসের বাবা নিখিল চন্দ্র দাস। ছেলের মরদেহ বাড়িতে পৌঁছে দিতে দেশবাসীর সহায়তা কামনা করেন এলাকার জনগণ। যদি কোনও ব্যক্তি সহায়তা করতে চান তাহলে নিম্নে দেওয়া ‘ফোন পে’ নম্বরে নম্বরে অর্থ দিয়ে সহায়তার আহ্বান জানান স্থানীয় মুস্তাফা আহমেদ বড়ভূইয়া। ‘ফোন পে’ নম্বর 6001350902

এছাড়াও বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের আশু হস্তক্ষেপ কামনা করেন এলাকার জনগণ

বেঙ্গালুরুতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বড়খলার যুবকের, মরদেহ বাড়িতে আনতে সাহায্যের আর্জি পরিবারের 
Spread the News
error: Content is protected !!