পারিবারিক কোন্দল, গুলিতে মৃত্যু যুবকের

বরাক তরঙ্গ, ১৮ মে : লখিমপুরের শিমলাগুড়ি এলাকায় একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। প্রণব গগৈ নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করল যুবক। খুনি ব্যক্তির পুতুকন কোঁওর নাম বলে জানা যায়। এই ঘটনা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রাজগড়ে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, পুতুকন কোঁওর ধুলপুরের দুবিয়াল চুকে একটি পারিবারিক বিরোধের কারণে প্রণব গগৈর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তর্কের পর, পুতুকন কোঁওর শূন্যে দু’টি গুলি ছুড়ে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পুতুকন আরেকজন ব্যক্তি রঞ্জিত রাউতের উপরও গুলি চালান।

কিন্তু দুর্ভাগ্যবশত, প্রণব গগৈ একটি গুলির আঘাতে তাঁর জীবন হারিয়েছেন। পুলিশ ইতিমধ্যে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আটককৃত ব্যক্তিরা হলেন রঞ্জিত রাউত, কবিতা গগৈ রাউত, এবং নৃপেন কোঁওর।

Spread the News
error: Content is protected !!