হত্যা মামলায় যাবজ্জীবন কারাবাস বুরুঙ্গার ফকর উদ্দিনের
বরাক তরঙ্গ, ৯ জুলাই : হত্যা মামলায় দোষী সাব্যস্ত কাটিগড়া এলাকার বুরুঙ্গা তৃতীয় খণ্ডের বাসিন্দা ফকর উদ্দিন (৫৭)-কে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনালো কাছাড়ের অতিরিক্ত দায়রা জজ (ফাস্ট ট্র্যাক কোর্ট) বঙ্কিম শর্মার আদালত।
২০১৩ সালে রুহুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় আদালত গত শুক্রবার ফকর উদ্দিনকে দোষী সাব্যস্ত করে। এরপর মঙ্গলবার তাকে সাজা শোনানো হয়। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় ফকর উদ্দিনকে যাবজ্জীবন কারাবাসের সাজা শুনিয়ে সঙ্গে জরিমানা করা হয়েছে দশ হাজার টাকা, জরিমানা অনাদায়ে তাকে ভোগ করতে হবে আরও তিন মাসের কারাদণ্ড।
বিহাড়া ষষ্ঠখণ্ডের বাসিন্দা রুহুল ইসলাম (৪০)-কে ফকর উদ্দিন হত্যা করে ২০১৩ সালের ১৪ অক্টোবর। ওইদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ রুহুল বাড়ি থেকে মহিলাড়া বাজারে যাওয়ার পথে লালটিলা এলাকায় ফকর উদ্দিন তাঁকে আটকে ছোরা নিয়ে হামলা চালায়। ছোরার আঘাতে রুহুল গুরুতর আহত হন। এই অবস্থায়ই তিনি কোনওক্রমে পালিয়ে হিলাড়া বাজারে পৌঁছন। বাজারের লোকেদের জানান, ফকর হ উদ্দিন হামলা চালিয়েছে তাঁর উপর। বাজারের লোকেরা তাকে চিকিৎসার জন্য নিয়ে যান কালাইন হাসপাতালে। সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনা নিয়ে রুহুল ইসলামের পত্নী সামিনা খাতুন পরদিন থানায় এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে মামলা নথিভুক্ত করে পুলিশ তদন্ত চালায়। তদন্ত প্রক্রিয়ার পর মামলা গড়ায় আদালতে। বিচার প্রক্রিয়া শেষে শুক্রবার আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ফকর উদ্দিনকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে। এরপর মঙ্গলবার সাজা ঘোষণা করা হয়। মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন পি কে পাটোয়া এবং ফকর উদ্দিনের পক্ষে ছিলেন দিলোয়ার হোসেন মজুমদার।